বিপজ্জনক পাঁচ সেতু

আলোর নিচে অন্ধকার! রংমেহার-নয়ানন্দ সংযোগ সড়কের ৫টি সেতুরই এখন করুণ হাল। শতবছরের পুরনো এই রাস্তাটিতে বাঁশের সাঁকো আর লক্কর-ঝক্কর কাঠের পুল দিয়ে প্রতিদিন হাজারও মানুষ যাতায়াত করে। জীবনের ঝুঁকি নিয়ে পার হতে শিার্থীরা বিপাকে পড়ে বেশি। অসুস্থ রোগী আর শিশুদের পথ পাড়ি দিতে আরও কষ্ট। ক’দিন আগে রংমেহার-নয়ানন্দ সংযোগ সড়কের সারেং বাড়ি কাঠের পুল ভেঙ্গে ১০ বরযাত্রী আহত হয়।

জোট সরকারের শাসনামলে এই সড়কে একে একে দুটি পাকা সেতুর ভিত্তিপ্রসত্মর স্থাপন করা হলেও অজ্ঞাত কারণে এর নির্মাণকাজ শুরম্নই হয়নি। অন্যদিকে বছর বছর কাঠের সেতু সংস্কার বরাদ্দ আসলেও কাঙ্ৰিত সংষ্কার হয়নি গ্রামের কোন সেতুরই। সড়কের দৈন্যতার কারণে ১৫ হাজার লোকের বসতি রংমেহার ও নয়ানন্দ গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি। গত ২০০৫-০৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় প্রায় ২ লাখ টাকা ব্যয়ে বন্যাসীমার ওপর পর্যনত্ম ৪২০ মিটার রাসত্মা উন্নয়ন হয়। স্থানীয় ধনাঢ্য ব্যক্তিদের সহায়তায় আরও প্রায় ১ কিমি রাসত্মা উন্নয়ন হয়েছে। তালুকদার বাড়ির উপর দিয়ে রাসত্মাটি নয়ানন্দ পশ্চিম পাড়া জামে মসজিদ পর্যনত্ম বিসত্মৃত থাকলেও বর্ষা মৌসুম আসলেই রাসত্মাটি পানিতে ডুবে যায়। ফলে নৌকা বাঁশের সাঁকো আর লক্কর ঝক্কর ৫টি কাঠের পুল দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। কাঠের সেতু পাকাকরণের কান উদ্যোগ নেয়া হয়নি। সম্প্রতি, সরেজমিনে গিয়ে দেখা যায়, রংমেহার নয়ানন্দ সংযোগ সড়কে ৩ মি. চেইনজে ৩০ মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রসত্মর স্থাপন করা হয়েছে। এছাড়া রংমেহার খানকায়ে সুলতানিয়া পাকা সেতু নির্মাণের ভিত্তিপ্রসত্মর করা হয়েছে। জোট সরকারের শাসনামলে সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম এ দুটি সেতুর ভিত্তিপ্রসত্মর স্থাপন করলেও অজ্ঞাত কারনে ব্রিজ দুটি নির্মাণের উদ্যোগ নেয়নি।

[ad#co-1]

Leave a Reply