‘দীর্ঘ সময় কবরে শুয়েছিলাম’

চলচ্চিত্র, গান কিংবা নাটক তৈরির অন্তরালেও তৈরি হয় আরো এক নাটক, নতুন কোনো গল্প। না বলা সেই সব ঘটনা কিংবা গল্প নিয়ে এ আয়োজনআজ রাত ১১টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে আমজাদ হোসেনের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘মা তুই কেমন আছিস’। এ নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন টেলিসামাদ। নাটকটির অন্তরালের গল্প বলেছেন তিনি

বছরখানেক আগে পুবাইলের বিভিন্ন লোকেশনে ‘মা তুই কেমন আছিস’ ধারাবাহিকটির শুটিং হয়েছিল। তখন ছিল শীতকাল। সেই শীতে আমাকে পুকুরের ঠাণ্ডা পানিতে নামতে হয়েছিল। ঠাণ্ডার তীব্রতায় মনে হচ্ছিল, আমার শরীরের মাংস জমে যাবে। নাটকের আরো একটি দৃশ্যের কথা এখনো মনে পড়ে। নাটকে আমার জেঠা মারা যান। আমবাগানে নিজ হাতে কবর খুঁড়ছিলাম। আমি কবর খুঁড়ছি_জেঠাকে এখানে কবর দেওয়া হবে ভেবে খুব কষ্ট হচ্ছিল।

অনেক কাক বারবার কা-কা করে ডাকাডাকি করছিল। ওই মুহূর্তে আমার সংলাপ ছিল ‘হাইরে কাক, তুই এত কা-কা করিস কোনো দোষ হয় না; আর আমি কাঁদলেই দোষ।’ আমি এই সংলাপের সঙ্গে আরো কিছু সংলাপ বলছি আর কাঁদছি। এমন সময় পরিচালকের নির্দেশে কবরে শুয়ে পড়লাম। বেশ ভয় লাগছিল। দীর্ঘ সময় আমাকে সেই কবরে শুয়ে থাকতে হয়েছিল। আমজাদ ভাই খুব খুশি হয়েছিলেন। আমার অভিনয় নাকি খুবই ভালো হয়েছে। আমজাদ ভাই তখন বলেছিলেন, ‘আমি যখন ‘রক্তের ডালপালা’ উপন্যাসটি নাট্যরূপ দিই, তখনই এই চরিত্রটি আপনার কথা ভেবে এগিয়ে নিয়েছিলাম। এ রকম সহজ-সরল মাটির মানুষের চরিত্রটি শুধু আপনিই ফুটিয়ে তুলতে পারবেন। আমার ধারণা সঠিক ছিল।’

নাটকে আমাকে লুঙ্গি, ছেঁড়া গেঞ্জি, গামছা ও ছেঁড়া জুতা পরতে হয়েছিল। সবই ম্যানেজ করা গেল, কিন্তু পুরনো-ছেঁড়া গেঞ্জি ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে। শেষ পর্যন্ত নতুন গেঞ্জি দিয়েই নানা কায়দায় পুরনো-ছেঁড়া গেঞ্জি বানানো হয়েছে। গেঞ্জিগুলো আমি তুলে রেখেছি। এ মাসের ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত আবার শুটিং আছে, আবারও সেই গেঞ্জি পরতে হবে।’

[ad#co-1]

Leave a Reply