কবিতার দারিদ্র্য

নূহ-উল-আলম লেনিন
গাঢ় উচ্চারণে জানালেন সৈয়দ হক কবিতা উৎসবে
‘বাংলা কবিতার বড়ো দুর্দিন, কবিতার অপুষ্টি, দারিদ্র্যসীমার
নিচে অবস্থান। কবিতা জন্মে নিত্য জনবিস্ফোরণের মতো
কিন্তু রাতকানা, প্রতিবন্ধী বটে। অর্ধস্ফুট অর্থহীন বাক্যবিলাসে সীমিত শব্দের
সনাতন প্রকরণের ধাঁধা। প্রতিবন্ধী বলেই কণ্ঠ তার উচ্চগ্রামে বাঁধা।

Leave a Reply