শিমুল ইউসুফের ‘একুশের গান’

আজ রাত ১১টা ৪৫ মিনিটে দেশ টিভিতে সরাসরি সম্প্রচার হবে ‘কল-এর গান’। এতে সঙ্গীত পরিবেশন করবেন শিমুল ইউসুফ। আজকের শিল্পী বিভাগে কথা বলেছেন তিনি।
আজ সারাদিন কী করবেন?
ঘরেই থাকব। রাতে দেশ টিভির ‘কল-এর গান’ অনুষ্ঠানে গাইব। এজন্য বিকেলে মহড়া করতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে আমার যাওয়া হবে না। কারণ খালি পায়ে থাকলে গলার সমস্যা হতে পারে। এমনিতে আমার গলাটা বসা আছে। আমি না গেলেও আমার দল ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে যাবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
এ অনুষ্ঠানে কোন গানগুলো গাইবেন?
দু’দিন আগে ‘একুশের গান’ নামের একটি অ্যালবাম বেরিয়েছে আমার। সেখান থেকে কিছু গাইব। অ্যালবামে যেগুলো নেই, তেমন কিছু গানও করব। আমার জানা গণসঙ্গীতও থাকবে।
‘একুশের গান’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।
ভাষা আন্দোলনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০০২ সালে প্রকাশ হয় আমার গাওয়া ভাষার গানের অ্যালবাম ‘একুশের গান’। ওটাই আবার বাজারে আনল লেজার ভিশন। সঙ্গীতায়োজনে মোঃ শাহনেওয়াজ। দেশে-বিদেশের অনেকের অনুরোধে এটি আবার বের করলাম।

[ad#co-1]

Leave a Reply