যাত্রীপ্রতি ৩ টাকা লঞ্চ ভাড়া কমেছে মাওয়া-কাওড়াকান্দি রুটে

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শুক্রবার সকাল থেকে দেশের গুরুত্বপূর্ণ মাওয়া-কাওড়াকান্দি রুটের লঞ্চ ভাড়া যাত্রীপ্রতি ৩ টাকা কমেছে। সকাল থেকে যাত্রীপ্রতি ভাড়া ১৫ টাকার স্থলে ১২ টাকা করে আদায় শুরু হয়েছে। এদিকে রাতে স্পিডবোট চলাচল বন্ধে পুলিশ মোতায়েন থাকবে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। এর আগে গত ১ জানুয়ারি পূর্ব ঘোষণা ছাড়াই ৩ টাকা ভাড়া বৃদ্ধি করেছিল লঞ্চ মালিকরা। তবে ২৩ ডিসেম্বর থেকে স্পিডবোট ভাড়া বাড়িয়ে জনপ্রতি ১শ ২০ টাকা করা হয়। তা এখনো বহাল রয়েছে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস জানান, গত বৃহস্পতিবার নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ে মাদারীপুর, শরিয়তপুর ও মুন্সীগঞ্জের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন নৌযান মালিকদের সভার সিদ্ধান্ত মোতাবেক এ রুটের লঞ্চ ভাড়া ১৫ টাকার স্থলে ১২ টাকা আদায় শুরু হচ্ছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, আজ বিকাল থেকে শক্তভাবে ঘাট এলাকায় পুলিশ থাকবে। কোনো অবস্থাতেই বিকালের পর স্পিডবোট চলাচল করতে দেয়া হবে না।

[ad#co-1]

Leave a Reply