হুমায়ুন আজাদের ওপর হামলার ষষ্ঠ বছর পূর্তি আজ

বহুমাত্রিক লেখক ভাষাবিজ্ঞানী ড. হুমায়ুন আজাদের ওপর হামলার ষষ্ঠ বছর পূর্তি আজ শনিবার। হামলার এত দিন পরও হত্যার সঙ্গে জড়িতদের বিচার না হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সাহিত্যিক হুমায়ুন আজাদ বইমেলা থেকে ফেরার পথে আজকের এই দিনে মৌলবাদীদের হামলার শিকার হন।

এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে প্রতিবাদ সমাবেশ। হুমায়ুন আজাদ ফাউন্ডেশন আজ সকালে বাংলা একাডেমীর পাশে হামলাস্থলে পুষ্পস্তবক অর্পণ করবে। এ ছাড়া বিকেলে হুমায়ুন আজাদ ফাউন্ডেশন আয়োজন করেছে প্রতিবাদ সমাবেশ। আয়োজনের মধ্যে আছে প্রতিবাদী কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

[ad#co-1]

Leave a Reply