বালাম থ্রি বলেই কি…

গত রমজানের ঈদে প্রকাশ হওয়ার কথা ছিল হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী বালামের তৃতীয় এলবাম ‘বালাম থ্রি’। কিন্তু পারলেন না তিনি। নিজেই নিষেধাজ্ঞা জারি করেন এলবাম প্রকাশে। গানগুলো ভেঙেচুরে আবার নতুনভাবে সাজাবেন তাই। এরপর ঠিক হয় ১৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ভালোবাসা দিবস’। ওই দিনও সমস্যা। এসএসসি পরীক্ষার কারণেই প্রকাশ হয়নি। এবার ঠিক করলেন ১ মার্চ। ওই দিনই বহুল প্রতিক্ষিত এই এলবামটি প্রকাশ করা হবে। জানালেন বালাম। তবে ব্যাপারটি নিশ্চিত কিনা এমন প্রশ্নের জবাবে বালামের বক্তব্য, না। আশা করছি এবার কোনো সমস্যা হবে না। এ নিয়ে তৃতীয়বারের মাথায় এলবামটি প্রকাশ করার প্রস্তুতি চলছে। নানা সমস্যার কারণেই এতোদিন প্রকাশে দেরি হয়েছে। এখন সব জটলা কাটিয়ে উঠেছি। এলবামের গানের কাজও করা হয়েছে খুবই সূক্ষ্মভাবে। তাই এবার ১ মার্চেই প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করছি আর কোনো ঝামেলা হবে না। দিনের শেষে’কে তিনি বলেন, এবারের এলবামে গান থাকছে মোট ৮টি। গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছি আমি নিজেই। কথা লিখেছেন- মিলন মাহমুদ, রবিউল ইসলাম জীবন এবং এইচ আই রুবেল। অনেক সময় নিয়ে যতœ সহকারে এলবামের সবগুলো গান তৈরি করা হয়েছে। তাই আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

দিনের শেষে

[ad#co-1]

Leave a Reply