শ্রীশ দাস লেন, বাংলাবাজারে ঢুকলেই দেখা যাবে ছোট্ট একটি সাইনবোর্ড, লেখা : ‘বিউটি বোর্ডিং’। পঞ্চাশ এবং ষাটের দশকের ঢাকার খ্যাতিমান সাহিত্যিকদের আড্ডাস্থল ছিল এটি। বাংলাদেশের আজকের প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বেশির ভাগেরই পদধূলি পড়েছে এখানে। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই এর যাত্রা শুরু। তখন বাংলাবাজার এলাকাটি মুদ্রণ ও প্রকাশনা শিল্পের প্রধান কেন্দ্রস্থল ছিল। বিউটি বোর্ডিং চালু হওয়ার আগে এ দালানে ছিল সাপ্তাহিক ‘সোনার বাংলা’ পত্রিকার অফিস। দেশভাগের পর এ প্রেসটি চলে যায় কলকাতায়। কয়েক বছর খালি থাকার পর মালিক সুধীরচন্দ্র দাসের কাছ থেকে জমিটি বুঝে নেন প্রহ্লাদ চন্দ্র সাহা। নিজের বড় মেয়ের নামে চালু করেন বিউটি বোর্ডিং। শুরুতে রেস্টুরেন্টের পাশাপাশি দু’একটি ঘর ভাড়া দেওয়া হতো। পরে এ সংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু ১৯৭১ সালে প্রহ্লাদসহ ১৭ জনকে এখানেই হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। পরে তার পরিবার কলকাতায় চলে যায়। দেশ স্বাধীন হওয়ার পর কয়েকজন পারিবারিক শুভাকাঙ্ক্ষীর ডাকে প্রহ্লাদ বাবুর পরিবার দেশে ফিরে আসে।
[ad#co-1]