মুন্সীগঞ্জের আলুচাষিরা বিপাকে

কর্তৃপক্ষের আশু নজর দেয়া প্রয়োজন
দেশের প্রধান আলু উৎপাদনকারী জেলা, মুন্সীগঞ্জের আলুচাষিরা বাম্পার ফলন করে বিপাকে পড়েছেন। আলু সংরক্ষণে হিমাগারে জায়গার সঙ্কুলান হচ্ছে না। অন্য দিকে হিমাগার মালিকরা দিয়েছেন ভাড়া বাড়িয়ে।

নয়া দিগন্তে প্রকাশিত এক প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, বাম্পার ফলনে গর্বিত আলুচাষিদের মুখের হাসি ক্রমেই ফ্যাকাশে হয়ে আসছে। তারা ভ্যান, ট্রাক ও লঞ্চভর্তি আলু নিয়ে রাত-দিন অপেক্ষায় প্রহর গুনছেন হিমাগারগুলোর সামনে। বাণিজ্যিকভাবে যারা আলু উৎপাদন করেন, তারা তা হিমাগারে সংরক্ষণ এবং বছরব্যাপী চাহিদাকে সামনে রেখে বাজারজাত করেন। এতে তাদের উৎপাদনব্যয় মিটিয়ে উৎসাহব্যঞ্জক মুনাফা হয়ে থাকে। আলু পচনশীল একটি নির্দিষ্ট সময়ে কৃষিপণ্য। বছরের হিমাগারে সংরক্ষণ ছাড়া ব্যাপক হারে উৎপাদন করা যায় না বিধায় তা ঘরেও সংরক্ষণ করতে পারেন না কৃষক।

কিছু বিশেষ জাতের আলু রফতানিও হচ্ছে। এমতাবস্খায় আলু উৎপাদনে কৃষকদের শুধু উৎসাহিতই করা নয়, বরং সর্বতোভাবে সহায়তা দেয়া প্রয়োজন। কিন্তু মুন্সীগঞ্জের অবস্খা দেখে মনে হয়, চাষিদের সুখদু:খ দেখার কেউ নেই।

গত বছর মুন্সীগঞ্জ জেলায় আলু চাষ হয়েছিল ৩৫ হাজার ৫৮৭ হেক্টর জমিতে। এ বছর হয়েছে ৩৬ হাজার ৬৭০ হেক্টর জমিতে। গত বছর উৎপাদন হয়েছিল ১০ লাখ ৬৭ হাজার ৬৭০ মেট্রিক টন। এ বছর ১১ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই বিপুল আলু সংরক্ষণের মতো পর্যাপ্ত হিমাগার জেলায় নেই। ৭১টি হিমাগারের মধ্যে চালু আছে ৫৯টি। এগুলোর ধারণক্ষমতা মাত্র তিন লাখ ৭৫ হাজার টন। অর্থাৎ উৎপাদিত আলুর মাত্র এক-তৃতীয়াংশ হিমাগারে সংরক্ষণ করা সম্ভব। বাকি বিপুল আলু দ্রুতই বিক্রি করে দিতে হবে। তবে এতে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন না। ফলে আলু চাষে তারা উৎসাহ হারিয়ে ফেলবেন।

এ দিকে বাম্পার ফলন দেখে হিমাগার মালিকরাও একজোট হয়ে ভাড়া বাড়িয়ে দিয়েছেন। গত বছর যেখানে ৮০ কেজি’র এক বস্তা আলু সংরক্ষণের ভাড়া ছিল ২২০ টাকা, এবার তা বাড়িয়ে করা হয়েছে ২৮০ টাকা। বিদ্যুৎ বিল, শ্রমিক-কর্মচারীদের বেতন বৃদ্ধিসহ নানা অজুহাত দেখিয়ে ভাড়া বাড়ানো হয়েছে। আলু চাষের মৌসুম শুরুর আগেই যদি এটা হতো এর তাহলে কৃষকরা বুঝেশুনে চাষাবাদে বিনিয়োগ করতেন। মালিকরা তা না করা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। অন্য দিকে অর্থনৈতিক বিবেচনায়ও অপরিণামদর্শী। কেননা কৃষকরা যদি আলু চাষে নিরুৎসাহিত হন, তার নেতিবাচক প্রতিক্রিয়া হিমাগার মালিকদের ওপরও পড়বে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ এই দিকগুলোর প্রতি নজর দেয়ার প্রাতিষ্ঠানিকতা গড়ে ওঠেনি। আর এ কারণেই কৃষি খাতের সম্ভাবনাময় দিকগুলো বারবার হোঁচট খায়। কৃষি উৎপাদন, পণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ ক্ষেত্রে সুসমন্বয় একান্ত আবশ্যক।

এ বছর সারা দেশে প্রায় সাত লাখ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে প্রায় দেড় লাখ হেক্টর বেশি। উৎপাদনও ২৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। এই বিপুল আলু সংরক্ষণ ও বাজারজাতকরণে সহায়তা দিতে সংশ্লিষ্ট বিভাগ কৃষকদের পাশে না দাঁড়ালে ভবিষ্যতে আলু উৎপাদনে তারা যে উৎসাহ হারিয়ে ফেলবেন­ এ আশঙ্কা অমূলক নয়। আমরা আশা করব, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সরকার অবিলম্বে উদ্যোগ নেবে।

[ad#co-1]

Leave a Reply