ভারতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবে সালাম আজাদকে নিয়োগ দেয়ার খবরে পশ্চিমবঙ্গের মুসলিম নাগরিক ও বুদ্ধিজীবীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সালাম আজাদ ১৯৬৪ সালের ১০ই জুলাই বিক্রমপুরের দামলায় জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি অ্যামিটি ফর পিস নামের একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তাকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নিয়োগ দেয়া হচ্ছে- এ মর্মে সংবাদ প্রকাশিত হলে এ বিষয়ে কলকাতার সুধীসমাজের পড়্গে গত ১১ই মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি পত্র পাঠানো হয়েছে। তাতে সালাম আজাদকে ওই পদে নিয়োগ না দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ওই পত্রে স্বাড়্গর করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস বিভাগের প্রাক্তন প্রধান ড. ওসমান গণি, কলকাতা আলিয়া মাদ্রাসা কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মুহাম্মদ শহীদুলস্নাহ, শল্যচিকিৎসক ড. এম এন হক, মুসলিম কাউন্সিল অব ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক এ হাসান, কুরআন অনুপ্রেরণা কেন্দ্রের পরিচালক আইনুল হক, আমানত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ্ আলম, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরম্নজ্জামান, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মুজিবর রহমান, অধ্যাপক প্রফেসর আমজাদ হোসেন প্রমুখ। ওই পত্রে যোগাযোগের ঠিকানা দেয়া হয়েছে- ২১ বালু হাক্কাক লেন, কলকাতা-৭০০০১৭, ফোন- ০০৯১-৯৮৩০৪০৪৭৭১/০০৯১-৯৮৭৪৮৪৪৮৮৪। ওই পত্রে তারা বলেছেন, বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে, বাংলাদেশ সরকার সালাম আজাদ নামের এক লেখককে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে নিয়োগের কথা বিবেচনা করছে। বাংলাদেশ সরকার নিজ ইচ্ছা ও বিবেচনা অনুযায়ী কাকে কোন পদে নিয়োগ করবে সে সম্পর্কে ভিন্ন একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের কোন বক্তব্য থাকতে পারে না। কিন্তু এড়্গেত্রে সালাম আজাদ সম্পর্কে কিছু তথ্য আমরা আপনার সমীপে নিবেদন করতে চাই। ওই পত্রে আরও বলা হয়েছে, সালাম আজাদ মানবতার দিশারী রাসুল মুহম্মদ (আলস্নাহ্র অপার শানিত্ম তার ওপর বর্ষিত হোক) সম্পর্কে তার লেখা পুসত্মক ও নিবন্ধে যেসব মিথ্যা ও কুৎসিত মনত্মব্য করেছেন, মুসলমান হিসেবে তা মেনে নেয়া কখনও সম্ভব নয়। সালাম আজাদ কলকাতা থেকে প্রকাশিত তার ‘ভাঙা মঠ’ পুসত্মকে হযরত মুহম্মদ (সা) সম্পর্কে ইতিহাসবর্জিত ও প্রমাণবিহীনভাবে যেসব কুৎসিত মনত্মব্য ও গালিগালাজ করেছেন, তা এক অকল্পনীয় ধৃষ্টতা। এ ড়্গেত্রে তারা ‘ভাঙা মঠ’ বইয়ের ৫টি পৃষ্ঠার প্রতিলিপি জুড়ে দেন ওই পত্রের সঙ্গে। পত্রে আরও বলা হয়, ওই বইয়ে বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের নাগরিক সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার নৃশংস অত্যাচার করছে বলে উলেস্নখ রয়েছে। এসব কারণে বছর দেড়েক আগে সালাম আজাদের লেখা ‘ভাঙা মঠ’ পুসত্মকটিকে পশ্চিমবঙ্গের প্রশাসন ইসলাম অবমাননা, মুসলিম নাগরিকদের আহত করার প্রচেষ্টা এবং সামপ্রদায়িক প্রচারণার দায়ে বাজেয়াপ্ত করেছে। ওই পত্রে তারা আরও বলেছেন, সালাম আজাদের এই ধরনের প্রচারণা বাংলাদেশের ভাবমর্যাদা ও স্বার্থবিরোধী কিনা তা আমাদের পড়্গে বলা সম্ভব নয়। কিন্তু একথা অনস্বীকার্য ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তার লেখনী তা ক্ষুণ্ন্ন করার ড়্গেত্রে এক বড় ভূমিকা রাখছে। ইন্টারনেটের কোন সার্চ ইঞ্জিনে ‘সালাম আজাদ’ শব্দদ্বয় টাইপ করলে সালাম আজাদের লেখনী ভারতের পত্রপত্রিকায় কি ধরনের উত্তেজক প্রতিক্রিয়ার সৃষ্টি করছে, তা দেখতে পাওয়া যাবে। এতে আরও বলা হয়, সালাম আজাদের লেখনী ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে মৈত্রীর পরিবর্তে সন্দেহ ও সংশয় সৃষ্টি এবং অসামপ্রদায়িক চেতনা প্রসারের পরিবর্তে সামপ্রদায়িকতা সৃষ্টি করছে। তার পুসত্মকগুলো পাঠ করলেই আমাদের এই বক্তব্যের যৌক্তিকতা প্রমাণিত হবে। আমরা জানি, আপনার পিতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আপনি সব ধর্মের প্রতি শুধু সহনশীল দৃষ্টি নয়, শ্রদ্ধাও পোষণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘ইসলামিক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করে উপমহাদেশের জনগণের মধ্যে বাংলা ও ইংরেজ]]
>
Leave a Reply