কাওড়াকান্দি ও মাওয়ায় স্পিডবোট চালকদের পাল্টাপাল্টি হামলা

মাদারীপুরের কাওড়াকান্দি ও মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের স্পিডবোট চালকদের দুই পক্ষে গতকাল রোববার সকালে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন স্পিডবোট চালক। এ ঘটনায় গতকাল বেলা ১১টা থেকে কাওড়াকান্দি-মাওয়া রুটে স্পিডবোটের চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, স্পিডবোট কোনটা আগে যাবে—তার সিরিয়াল নিয়ে মাওয়ার চালকেরা গত শুক্রবার ও শনিবার কাওড়াকান্দির স্পিডবোটের চালক এরশাদ ও তোতা মিয়াকে মারধর করেন। এর জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কাওড়াকান্দির শ্রমিকেরা মাওয়া ঘাট থেকে ছেড়ে আসা স্পিডবোটের চালকদের ওপর হামলা চালান। মুঠোফোনে এ খবর পেয়ে মাওয়ার শ্রমিকেরাও কাওড়াকান্দির স্পিডবোটের চালকদের ওপর হামলা চালান। এতে আহত হন ১০ জন চালক।

[ad#co-1]

Leave a Reply