শিমুল ইউসুফের স্বাধীনতা স্মারক অ্যালবাম

স্বাধীনতা দিবস উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছে শিমুল ইউসুফের ‘মাটির জায়নামাজ’। নান্দনিক কাভার ডিজাইনে এই অ্যালবামটিতে মোট ১০ টি গান রয়েছে। অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মো. শাহনেওয়াজ। অ্যালবামের গানগুলো হলো সোনামুখী সূই দিয়ে, আশেপাশের গাঁও গেরাম,আমার সোনার চাঁদ,শাওন আমার এখন,মাগো সেই গল্পটা,যদি পাইতাম লালনেরে,বাউল তুমি গানের কথা, আকাশের যেই দিকে,যখনই আমি সবুজ শ্যামলে,যখন প্রাণ পাখি ছাড়িয়া যাবে। অ্যালবামে গানগুলির কথা লিখেছেন শওকত ওসমান,নুরজ্জামান শেখ,আবিদুর রহমান,সায়মন গোমেজ প্রমূখ।

উল্লেখ্য, ভিন্নধারার কাজের ক্ষেত্রে বরাবরই শিমুল ইউসুফের আলাদা কদর রয়েছে। অ্যালবামটি প্রসঙ্গে প্রকাশনা পক্ষ থেকে জানানো হয়,‘আমরা বিভিন্ন দিবসকে কেন্দ্র করে শিল্পমনা মানুষের জন্যই কিছু অ্যালবাম তৈরী করি। শিমুল ইউসুফের এই অ্যালবামটি তারই উদাহরন। আশা করি সময়কে ছুয়ে যাওয়া এই গান গুলো শ্রোতাদের মনেও ছুয়ে যাবে।

[ad#co-1]

Leave a Reply