মুন্সীগঞ্জে বিএনপির নেতার বিরুদ্ধে কোল্ড স্টোরেজ দখলের অভিযোগের তদন্ত

কাজী দীপু : মুন্সীগঞ্জ থেকে: নিয়মনীতি উপেক্ষা করে মুন্সীগঞ্জে ৫২ দিন ধরে বিএনপির এক প্রভাবশালী নেতা কোল্ড স্টোরেজ দখল করে রাখার অভিযোগের তদন্ত করেছে মুন্সীগঞ্জ পুলিশ। গতকাল সদর থানার ওসির কক্ষে অনুষ্ঠিত আড়াই ঘণ্টাব্যাপী তদন্তের একপর্যায়ে সালিস বৈঠকে রূপ নিলেও সমাধান হয়নি। দুই পক্ষের হৈচৈ ও দাখিল করা কাগজপত্র উপস্থিত সদর সার্কেল এএসপিসহ পুলিশ কর্মকর্তারা পর্যালোচনা করে তার সমাধান দিতে না পেরে আইনশৃঙ্খলা যাতে বিঘœ না হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এদিকে তদন্তের পর হুমকি দেয়ায় কদম রসুল কোল্ড স্টোরেজের এমডি খাজা বাহাউদ্দিন বিএনপি নেতা মহিউদ্দিনকে অভিযুক্ত করে থানায় জিডি করেছেন।

খাজা বাহাউদ্দিন জানান, বিএনপি নেতা মহিউদ্দিন জোরপূর্বক কোল্ড স্টোরেজ দখলের পর পুলিশ সুপার বরাবর আবেদন করলে গতকাল সদর সার্কেল এএসপি সাহেদসহ পুলিশ কর্মকর্তারা তার তদন্ত করেন। কিন্তু তারা কোনো সমাধান দিতে না পারায় এ সুযোগে বিএনপি নেতা মহিউদ্দিন তাকে থানার অভ্যন্তরে হুমকি দিলে তিনি জিডি করেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ৯৫ ভাগ শেয়ার বিক্রি করে ৭ জন মালিক কোল্ড স্টোরেজের দখল বুঝিয়ে দিয়েছে তাকে। খাজা বাহাউদ্দিনের এখনো ৫ ভাগ শেয়ার রয়েছে। সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় জিডি রুজু হলে দুই পক্ষকে নিয়ে গতকাল তদন্ত অনুষ্ঠিত হয়েছে। কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

[ad#co-1]

Leave a Reply