ঋণগ্রস্ত মানুষের এলিজি

গোলাম কাদের
দৃশ্য কল্পনায় পটু এমন বোধের গভীর থেকে
টেনে আনে শিল্পময় একেক চলমান দৃশ্য, আর
জীবনের উত্থান নিয়ে বেজে ওঠে বিপুল বেগে এক
ক্লারিওনেট।

বস্তুত তোমার কাছেই আমার এ
কৃতজ্ঞতা, তোমার কাছেই নিজেকে ঋণী করে রাখা

বসুন্ধরার নিকট একটি বেড়ে ওঠা গাছ, একটি
ক্ষুদ্রতম জলজ উদ্ভিদ যে রকম ঋণী, আমি
সে রকম ঋণ স্বীকার করেছি, তবে কেন তুমি মুখ
ফেরালে, মুখ ফিরিয়ে বড় ভালো আছ?
বুঝি তুমি বড় করুণাকাতর করে রেখেছ আমাকে না?

পাথর পাষাণের কথা আমি কাউকে বলবো না।
কাউকেই বলবো না।

[ad#co-1]

Leave a Reply