নতুন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন প্লাসের হেড অব নিউজ মুন্নি সাহা অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাবএইড স্পেশাইজড হাসপাতালে গতকাল বিকেলে ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে তিনি পিত্তথলির প্রদাহের সঙ্গে গ্যাস্টিকের জ্বালাপোড়ায় ভুগছিলেন। তাকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক সমীরন কুমার সাহার তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
অধ্যাপক সমীরন কুমার সাহা জানিয়েছেন, তাকে দুইদিন মুখে খাবার বন্ধ রেখে স্যালাইন দেয়া হচ্ছে। অস্ত্রপচার ছাড়া ওষুধে মুন্নি সাহা সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
[ad#co-1]
arsibad kori tumi druto sere utho/abar tomar konthe jeno songbad sunte pai