বর্ষা মৌসুম না আসতেই মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজারে পদ্মার ভাঙনে ১২ ঘণ্টার ব্যবধানে মাছের আড়ত, ব্যবসা প্রতিষ্ঠান ও ২শ গজ এলাকা বিলীন হয়ে গেছে। শনিবার মধ্যরাত ১টা থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত ভাগ্যকূল বাজারের মাছের আড়ত ও ২টি ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়। রোববার সকালে পদ্মায় তীব্র স্রোত দেখা দিলে ভাঙন আতঙ্কে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট সরিয়ে নেয়া হয়েছে।
ভাগ্যকূল বাজারের গ্রামীণফোন ইনফরমেশন সেন্টারের মো. ফারুক জানান, বর্ষা না আসতেই হঠাৎ রুদ্ধমূর্তি ধারণ করে পদ্মা। শনিবার দিবাগত রাতে ভাঙন দেখা দেয়। ওই রাত থেকে রোববার দুপুরঅব্দি বাজারে মাছের আড়তের ২০টি খাড়ি বসার স্থান ভেঙে পদ্মাগর্ভে চলে গেছে। গ্রামবাসী ও বাজারের ব্যবসায়ীদের মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে।
[ad#co-1]
Leave a Reply