পত্নী ও ৪০ সঙ্গী নিয়ে বিক্রমপুর ভ্রমণে মালয়েশীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার জামাল উদ্দিন বিন সাবে ৪০ সঙ্গী নিয়ে শুক্রবার এক ব্যক্তিগত সফরে বিক্রমপুরের লৌহজং ভ্রমণে এসে পদ্মার চরের পদ্মা রিসোর্টে অবস্থান করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর পত্মী মেডাম সাবে ও ফার্স্ট সেক্রেটারি মি. জেমস কোরি। সকাল সোয়া ৮টার দিকে তিনি পদ্মা রিসোর্টে উঠে আরাম ও দুপুরের খাওয়া-দাওয়া শেষে বিকেল ৪টার দিকে সিবোটে করে পদ্মা নদী ভ্রমণে বের হন। সঙ্গীসাথী নিয়ে পদ্মা সেতু এলাকাসহ লৌহজং হতে মাওয়া পর্যন্ত পদ্মা নদীর মনোরম দৃশ্য ও সূর্য়াসত্ম অবলোকন করে সন্ধ্যায় আবার পদ্মা রিসোর্টে ফেরেন। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম ও মুন্সীগঞ্জের এনডিসি মমিনুর রশীদ হাইকমিশনার ও তাঁর সঙ্গীদের অভ্যর্থনা জানান ও বিভিন্ন নয়নাভিরাম জায়গা ঘুরিয়ে দেখান। রিসোর্টে রাত্রি যাপন শেষে শনিবার সকালে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

[ad#co-1]

Leave a Reply