মাঠে আলু, উঠানে আলু বিছানায়ও আলু

সরেজমিন : মুন্সিগঞ্জ
শতদল সরকার ও তানভীর হাসান, মুন্সিগঞ্জ থেকে
মাঠে আলু, উঠানে আলু, ঘরের মেঝেতে আলু—এমনকি বিছানার ওপরে-নিচেও আলু। কারণ, হিমাগারে জায়গা নেই। আলু রাখার ভাড়া এ বছর প্রায় দ্বিগুণ হওয়ার পরও এই অবস্থা! সব মিলিয়ে বিদ্যুৎ আর হিমাগার মালিক—এই যুগপত্ সমস্যার কাছে জিম্মি হয়ে পড়েছেন মুন্সিগঞ্জের আলুচাষিরা। হিমাগারের মালিকেরা একতরফাভাবে আলু রাখার ভাড়া বাড়িয়ে প্রায় দ্বিগুণ করেছেন। ওই চড়া খরচে আলু রেখেও শান্তি নেই। রয়েছে তীব্র বিদ্যুৎ-সংকটে আলু পচে যাওয়ার আশঙ্কা।

নিরুপায় কৃষকেরা বাড়িতে নানা ব্যবস্থা ছাড়াও আলু স্তূপ করে রেখেছেন মাঠেও। তাঁরা বলেন, মাত্র কিছুদিন আগে যে আলু আনন্দে বুক ভরিয়ে দিয়েছে, সেই আলু নিয়ে এখন হাজার হাজার কৃষকের দুশ্চিন্তার অন্ত নেই।

মুন্সিগঞ্জ সদর এলাকার রনছ গ্রামের বাসিন্দা মীর মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ‘আমি এলাকার একমাত্র স্বর্ণপদক পাওয়া কৃষক। এবারও সোনার মতো আলুর ফলনে বুকটা ভইরা উঠছিল। কিন্তু অহন সব আনন্দ কাইড়া নিছে কোল্ড স্টোরেজের মালিকেরা।’

সিরাজুল বলেন, গত বছর তিনি হিমাগারে প্রতি বস্তা আলু ১৪০ টাকায় রেখেছেন। এবার ‘জাজিরা কোল্ড স্টোরেজ’ বস্তাপ্রতি ভাড়া চাইছে ২৬০ টাকা, অনেক অনুরোধে ২৫০ টাকায় রফা হয়েছে। তিনি বলেন, ‘আলু রাইখ্যাও এহন ঘুমাইতে পারি না। কারেন্ট থাহে না। স্টোর ঠান্ডা অওয়ার আগেই কারেন্ট চইলা যায়। গরমে এট্টা আলুতে পচন ধরলে সব আলু পইচা যাইবে। এই দুশ্চিন্তায় ঘুম অয় না।’

সব আলুচাষির একই অভিযোগ। ব্যাপক ফলনের সুযোগ নিয়ে হিমাগারের মালিকেরা প্রতি বস্তা আলুতে ‘একতরফা’ কমপক্ষে ১০০ টাকা বাড়িয়েছেন। কৃষকেরা বলেন, যে বৈঠকে এই বর্ধিত দাম ঠিক করা হয়েছে, সেখানে একজন কৃষককেও রাখা হয়নি।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘হিমাগারের মালিকেরা কৃষকদের জিম্মি করতে চাইছেন। তবে সে সুযোগ দেওয়া হবে না। তাঁরা যে ভাড়া নির্ধারণ করেছেন, তা ঠিক নয়। তাই ১৭০ টাকা ভাড়া ঠিক করে দেওয়া হয়েছে। এটি অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তবে কৃষকদের অভিযোগ, জেলা প্রশাসনের নির্ধারিত ভাড়া মানছেন না হিমাগারের মালিকেরা। জেলা প্রশাসক তাঁদের একটি বৈঠকে তলব করেছিলেন। কিন্তু পাল্টা চিঠি দিয়ে হিমাগারের মালিকেরা জানিয়ে দিয়েছেন, এখন তাঁরা ‘ব্যস্ত’। পড়ে সময়মতো বৈঠক করবেন।

এ ব্যাপারে হিমাগার মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘জেলা প্রশাসনের নির্ধারিত ১৭০ টাকা ভাড়া মানা সম্ভব নয়। কৃষকেরা তো গতবার লাভ করেছেন। এবার যদি তাঁদের লোকসান হয়, তাতে আমাদের কী করার আছে? আমরাও তো লোকসানে আছি। বিদ্যুৎ থাকে না ১২ থেকে ১৪ ঘণ্টা। এতে অনেক ডিজেল খরচ হচ্ছে। ব্যয়ও বেড়ে গেছে।’

বিদ্যুৎ-সংকট: বিদ্যুৎ-সংকটে হিমাগারে রাখা আলুতেও পচন ধরার আতঙ্কে রয়েছেন কৃষকেরা। মালিক সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অনেক হিমাগারে জেনারেটর নেই। এসব হিমাগারের আলু পচার আশঙ্কা বেশি। নাম না প্রকাশের শর্তে এক কোল্ড স্টোরেজের মালিক বলেন, হিমাগার ঠান্ডা হওয়ার আগেই বিদ্যুৎ চলে যায়। আবার যখন আসে, তখনো একই অবস্থা। তাঁর জেনারেটর নেই।

স্থানীয় পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ৭৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র ২৫ থেকে ৩০ মেগাওয়াট। পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ইমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ জন্য ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাই লোডশেডিং করতে হচ্ছে।

আলু পচে গেলে হিমাগারের মালিকদের কোনো দায়িত্ব নেই, সেটাও কৃষকদের আরেক ভয়। অনেকেই তাই এখন মাঠের আলু মাঠেই ফেলে রেখেছেন। মাঠের মধ্যে খড়কুটো দিয়ে ঢেকে স্তূপ করে রাখা হয়েছে আলু। কেউ উঠানে মাচায় তুলে রাখছেন। আবার কেউ বা ঘরের বিছানার ওপরে-নিচেও রেখেছেন আলু। আর নিজেরা থাকছেন বারান্দায় চাটাই পেতে।

শুধু মুন্সিগঞ্জ জেলায় এবার প্রায় ৫০ হাজার কৃষক ৩৬ হাজার ৬৭০ হেক্টর জমিতে আলু চাষ করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম আমিনুর রহমান জানিয়েছেন, গতবারের চেয়ে এবার লক্ষাধিক মেট্রিক টন উৎপাদন বেশি হয়েছে। এবার উৎপাদন হয়েছে ১১ লাখ ৭৩ হাজার ৪৪০ মেট্রিক টন। গত বছর তা ছিল ১০ লাখ ৬৭ হাজার ৬১০ মেট্রিক টন।

হিমাগারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মুন্সিগঞ্জে এবার ৬৪টি হিমাগারে আলু সংরক্ষণ করা হয়েছে। এগুলোর মোট ধারণক্ষমতা সাড়ে চার লাখ মেট্রিক টন। এরই মধ্যে সব হিমাগার আলুতে পরিপূর্ণ। বাকি আলুর মালিকেরা রীতিমতো অসহায়।

মাঠে পড়ে আছে আলু: মুন্সিগঞ্জ থেকে চার কিলোমিটার দক্ষিণে কেওয়ার গ্রাম। এ গ্রামের ছোট্ট আঁকাবাঁকা খালটির পাড় ঘেঁষে চলা কাটাখালী সড়ক চলে গেছে মাকহাটি গ্রামে। এ সড়কের দুই ধারে যে দিকেই চোখ যায়, শুধু বিশাল খড়কুটোর স্তূপ। হঠাৎ দেখলে মনে হয়, ধান কাটা শেষে মাঠে খড় জড়ো করে রেখেছেন কৃষকেরা।

এখনো মাঠে এমন খড়ের স্তূপ করা কেন—এ প্রশ্নের জবাবে দক্ষিণ কেওয়ার গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘এগুলা খালি খড় না। খেতের মধ্যে নাড়া (খড়) দিয়া আলু ঢাইক্যা রাখছি। চোরেও নেয় না আলু। কোম্পানির মালিকেরা এক বস্তায় ১২০ টাকা বাড়াইয়া দিছে। কৃষকগো বুকে লাথি মারছে।’

আরেক কৃষক সেন্টু সিকদার বলেন, ‘এইতে চাষিরা নিজের ঘরে, বাঁশের মাচা কইরা রাখছে। এতেও রাখার জায়গা না হওয়ায় মাঠে প্লাস্টিকের কাগজ, বস্তার ওপর নাড়া দিয়া ঢাইক্যা রাখছে। এমনে তিন মাস রাখা যাবে। কিন্তু বৃষ্টি নামলে কী অয় জানি না। এই দুশ্চিন্তায় ঘুম অয় না।’

সম্প্রতি দক্ষিণ কেওয়ার থেকে সাতা নিখিল, মধ্য দেওয়ার, উত্তর দেওয়ার, মহাকালী, নৈরপুকুরপার, বাগেশ্বর, ঘাসিপুকুরপার, দক্ষিণ-পূর্বের গ্রাম চরকেওয়ার, টরকী ও হোগলাকান্দী গ্রামে দুই দিন ঘুরে চোখে পড়ে একই চিত্র। বাড়ির উঠান, পথের দুই ধারের মাঠ, ঘরের ভেতরে শুধু আলু আর আলু।


Comments are closed.