মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রম্নপে গোলাগুলি

ড্রেজার দিয়ে বালুমাটি ভরাট করা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রম্নপে গোলাগুলি হয়েছে। এ সময় ৮-১০ রাউন্ড গুলিবর্ষণ হয়। তবে কেউ হতাহত হয়নি। গতকাল দুপুর ১টায় শহরের মানিকপুর হেলিপ্যাডে সেলিম ও কাজল গ্রম্নপের মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ গেলে দু’গ্রম্নপই ঘটনাস্থল ত্যাগ করে। পরে বালুমাটি ভরাট কাজ বন্ধ হয়ে যায়।

মানিকপুর এলাকায় জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের দুই ভাগ্নে শাহীন রেজা কাজল ও শহীদুজ্জামান শহীদ ৬০ শতংশ নিচু ডোবা জমি ড্রেজার দিয়ে বালুমাটি ভরার কাজ শুরম্ন করে বেলা ১১টার দিকে। শাহীন রেজা কাজল জানান, সাড়ে ৪ টাকা দরে ২ লাখ ৬১ হাজার ঘনফুট বালুমাটি ভরার কাজ শুরম্ন করেন গতকাল বেলা ১১টার দিকে। এ উপলড়্গে লোকজন নিয়ে পিকনিকের আয়োজন করা হয় ওই স্থানে। দুপুর ১টার দিকে প্রতিপড়্গ সেলিমের নেতৃত্বে ১৫-২০টি হোন্ডাযোগে সশস্ত্র অবস্থায় ক্যাডাররা এসে হামলা চালায়। ব্যাপক গুলিবর্ষণ করে কাজ বন্ধ করে দেয়। আমাদের লোকজন পালিয়ে প্রাণে রড়্গা পায়। ওদিকে শহরের কোর্টগাঁও গ্রামের ওদলা সেলিম জানান, মাটি ভরাট কাজে জমির মালিক সর্দারপাড়া গ্রামের পিন্টু আমার সঙ্গে ডিড (চুক্তিনামা) করেছেন। আমার এ কাজ জোর করে কাজল গং ড্রেজার দিয়ে ভরতে ছিল। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে কাজল শহীদ গং গুলি চালায়। তাৎড়্গণিক ঘটনাস্থলে পুলিশ চলে আসে।

[ad#co-1]

Leave a Reply