ক্রস চ্যানেল উদ্বোধন মাওয়া-কাওরাকান্দি রুটে আধা ঘণ্টার দূরত্ব কমলো

দেশের গুরুত্বপূর্ণ মাওয়া-কাওড়াকান্দি নৌরুট তথা দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার আধা ঘণ্টার দূরত্ব কমেছে। গতকাল (বুধবার) বিকালে মাওয়ার কাছে পদ্মা নদীতে মাওয়া-কাওরাকান্দি ক্রস চ্যানেল উদ্বোধনের মধ্যদিয়ে নৌরুটটির দূরত্ব ১৭ কিলোমিটারের স্থলে সাড়ে ১২ কিলোমিটারে নামানো হলো। বিকেলে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান রো রো ফেরি ভাষা শহীদ বরকতে চড়ে ফিতা কেটে চ্যানেলটি উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আ. মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আ. মালেক মিয়া, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোস্তফা কামাল, মাওয়ার এজিএম মো. আশিকুর রহমান প্রমুখ।

বিআইডব্লিউটিএ ড্রেজিং বিভাগ সূত্রে জানা যায়, চলমান শুষ্ক মৌসুমে মাওয়ার কাছে জেগে উঠা চরটির কারণে নৌপথটির দূরত্ব দাঁড়ায় প্রায় ১৭ কিলোমিটার। ফলে ফেরিসহ লঞ্চ পারাপারে সময় ব্যয় হতো দেড় থেকে প্রায় দুই ঘণ্টা। নৌপথটির দূরত্ব কমাতে গত ৬ মার্চ থেকে মাওয়াসংলগ্ন চরটিতে ড্রেজিংয়ের মাধ্যমে পলি অপসারণের কাজ শুরু করে ৪টি ড্রেজার।

[ad#co-1]

Leave a Reply