দ্বৈত গাইলেন বাপ-বেটা

দ্বৈত গানে কণ্ঠ দিলেন ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ। ১৯৭৭ সালে ফেরদৌস ওয়াহিদ ও তাঁর ভাই খসরু ওয়াহিদ ‘তোরা প্রেম করিস না, জীবনে ভালোবাসিস না’ শিরোনামে একটি গানে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন। সেই গানটিই নতুন সংগীতায়োজনে বাবাকে নিয়ে গাইলেন হাবিব। হাবিবের সুর ও সংগীতায়োজনে একটি মিক্সড অ্যালবামে গানটি প্রকাশিত হবে। অ্যালবামে আরো গাইবেন ন্যান্সি, কণা, তিশমা ও নির্ঝর। আগামী ঈদে অ্যালবামটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। অ্যালবামে হাবিব ছাড়া অন্যদের একটি করে একক ও দ্বৈত গান থাকবে। হাবিবের একক কোনো গান থাকবে না। সবার সঙ্গেই দ্বৈত গাইবেন তিনি।

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমি যখন স্টুডিওতে গান প্র্যাকটিস করতাম, ছোট্ট হাবিব তখন স্টুডিওতে এসে দুষ্টুমি করত। সেই হাবিবই এখন প্রতিষ্ঠিত সংগীত পরিচালক। তাঁর সঙ্গে দ্বৈত গেয়েছি। আমার মনে হয়, এটা আল্লাহর রহমত।’ হাবিব ওয়াহিদ বলেন, ‘বাবার সঙ্গে দ্বৈত গান গেয়েছি। এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।’


Leave a Reply