জীবন কূপের তিন ফোঁটা জল – যাকির সাইদ

ভক্তি ও প্রার্থনা ছাড়া প্রেমের আস্বাদ
যায় না পাওয়া। খুলে যায় দিগনত্মের
দরোজা প্রেমে যে হয় সমর্পিত, নম্র
আরাধনায় দিবেন দেখা দেবদূত
রাফায়েল, পাপ-পূণ্য ইচ্ছার অধীন
রেখে কিভাবে আয়ত্ত করা যায় পূণ্য
জীবন এবং জানিয়ে দেবেন ঐশ্বরিক যতো
দৈব বিধান। আমরা আমাদের পথ
খুঁজে নেব প্রেমে। তবু যদি কখনোই
সম্ভব হয় জীবন কূপ থেকে তিন
ফোঁটা জল দেব ঢেলে তোমার চোখের
মণিতে দেখবে, শত সহস্র বছর
আমারই ভবিষ্যৎ, তোমার জন্যেই
সমাহিত হয়ে আছি যাকির সাইদ।

[ad#co-1]

Leave a Reply