সিরাজদিখানে দুই বংশের পাল্টাপাল্টি হামলা, আহত ৫

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সন্তোষপাড়া এলাকায় গতকাল রোববার দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় পাঁচজন আহত হয়েছে। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে উপজেলার রাজদিয়া অভয় পাইলট উচ্চবিদ্যালয়ে অষ্টম ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে খেলা নিয়ে ঝগড়া হয়। এই বিরোধ স্থানীয় কোম্পানি বংশ ও শিকদার বংশের মধ্যে গড়ায়। স্থানীয় লোকজন বিষয়টির মীমাংসাও করে দেয়। কিন্তু শিকদার বংশের লোকজন তা মেনে নেয়নি। গতকাল বেলা দেড়টার দিকে শিকদার বংশের মনু, রনি ও ডেনিসহ বেশ কয়েকজন যুবক ধারালো অস্ত্রশস্ত্রসহ কোম্পানি বংশের সুমন হোসেনের ওপর চড়াও হয়। তারা সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সুমনের সঙ্গে থাকা মনিরও আহত হন। আশপাশের লোকজন সুমনকে উদ্ধার করে। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হয়।

খবর পেয়ে কোম্পানি বংশের সঙ্গে তিন-চার শ গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের খুঁজতে শিকদার বংশের বাড়িতে তল্লাশি চালায়। কোম্পানি বংশের জাকির হোসেন অভিযোগ করেন, ‘শিকদার বংশের জাহিদ আমাদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।’ যোগাযোগের চেষ্টা করেও জাহিদ শিকদারকে পাওয়া যায়নি।

Leave a Reply