পদ্মার সুস্বাদু রুপালি ইলিশের বড় আড়ত হচ্ছে মাওয়া। গত রোববার সকালে কাশেম মাদবরের আড়তে দুই কেজি ওজনের একটি ইলিশের দাম হাঁকা হলো তিন হাজার ৫০০ টাকা। আড়তদারের কথা হলো পদ্মার ইলিশ এখন মাওয়া ছাড়া আর কোথায় পাওয়া যাবে না। সামনে পয়লা বৈশাখ। দর কষাকষির পর স্পেনপ্রবাসী সাগর তিন হাজার ৫০০ টাকায় দুই ফুট লম্বা ইলিশ মাছটি কিনে নেন।
মাওয়া মাছের আড়তে একেকটি বড় আকারের ইলিশ গত রোববার ১৪ হাজার টাকা হালিতে বিক্রি করা হয়েছে বলে আড়তদাররা জানিয়েছেন। আড়তদার লাল মিয়া মাদবর জানান, এখন নদীতে ঘোলা পানি এসেছে। উত্তাল ঢেউ রয়েছে সাথে। এতে পদ্মায় এই সময়ে ইলিশ পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।
[ad#co-1]
Leave a Reply