‘যুদ্ধাপরাধীর বিচার হওয়া উচিত’
যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত’ বয়ান করায় শুক্রবার সদর উপজেলার নয়াগাঁও বড় মসজিদে খুতবার পর জুমার নামাজ শুরম্নর পূর্ব মুহূর্তে মসজিদের ভেতরে সংঘর্ষ বেধে যায়। এতে অনত্দত ১২ জন আহত হয়েছে। ইমাম মুফতি সরওয়ার হোসাইনের পেছনে নামজ পড়া না পড়া নিয়ে ঘণ্টাব্যাপী বাকবিত-া ও সংঘর্ষের কারণে জুমার নামাজ প- হয়ে যায়। সাধারণ মুসলিস্নরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরম্ন করে। কিছু মুসলিস্ন পার্শ্ববতর্ী মসজিদে গিয়ে নামাজ আদায় করলেও অধিকাংশ মুসলিস্ন নামাজ পড়তে পারেনি। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তালাবদ্ধ করে দেয়া হয় মসজিদ। সাদা পোশাকে পুলিশ ভেতরে অবস্থান করে আছর এবং পরে মাগরিব ও এশার নামাজ আদায় করা হয় বলে সদর থানার ওসি শহিদুল ইসলাম রাতে জানান। তবে মুফতি সরওয়ার হোসাইন ইমামতি করেননি। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মুসলিস্নরা জানান, মসজিদের ইমাম মুফতি সরওয়ার হোসাইন কোরান-হাদিসের আলোকে যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত বলে বয়ান রাখেন। এর আগের শুক্রবার জয় বাংলা কোন অনৈসলামিক শব্দ নয় বলে ব্যাখ্যা দেয়া হয়। এসব বিষয়ে জামায়াতপন্থী কিছু মুসলিস্নর ঐক্যবদ্ধ হয়ে মসজিদের বাহিরে সাধারণ মুসলিস্নদের এসব ব্যাখ্যার বিরোধিতা করে পাল্টা ব্যাখ্যা দেয়। এই ইমামের পক্ষে বিপক্ষে মুসলিস্নরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। এ ব্যাপারে মসজিদের ইমাম মুফতি মোঃ সরওয়ার হোসাইন জানান, প্রায় ৫ বছর ধরে এই মসজিদে যোগদান করার পর থেকেই এখানকার জামায়াত নেতা মাওলানা আব্দুস সালাম ও তার সহযোগীদের সঙ্গে আমার বিরোধ চলে আসছিল। তার নির্দেশেই মসজিদের ভেতরে এই তা-বলীলা চালানো হয়।
এসব সংঘর্ষের ঘটনা ও নামাজ প- হওয়ার সত্যতা স্বীকার করে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি বিএনপি নেতা জহির উদ্দিন দেওয়ান বলেন, এই ইমামের বিরম্নদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। প্রভাব খাটিয়ে তিনি প্রায় ৫ বছর এই মসজিদে ইমামতি করে আসছে। যুদ্ধাপরাধী ও জয় বাংলার পক্ষে ব্যাখ্যা দেয়ারও কথা তিনি স্বীকার করেন।
[ad#co-1]