তোমাকে ভুলতে ভুলে যাই

লেজার ভিশন থেকে সম্প্রতি প্রকাশ হয়েছে আবৃত্তি অ্যালবাম তোমাকে ভুলতে ভুলে যাই। সর্বমোট ৮টি গল্প-কবিতার আবৃত্তি রয়েছে এই অডিও সিডিতে। সেগুলো হলো—অন্বেষা, আমার কেন এমন হলো, কষ্ট দেবার কষ্ট থাকে, শুধু চাই স্পর্ধিত ভগ্নাংশ, নির্বাসন, কিছু কিছু মন খুঁজে নিতে হয়, দ্বিধা এবং তোমাকে ভুলতে ভুলে যাই।জায়িদ হোসেন তানুর রচনা ও নির্দেশনায় গল্প-কবিতাগুলো আবৃত্তি করেছেন নাট্যশিল্পী ও আবৃত্তিকার শিরিন বকুল এবং বাংলাদেশ বেতার ও বাংলাভিশনের সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপক খন্দকার শামসুজজোহা। উল্লেখ্য, দীর্ঘদিন পর আবৃত্তির অ্যালবাম করেছেন শিরিন বকুল।

 

Leave a Reply