সেলিম আল দীনের গান নিয়ে শিমূল ইউসুফ

আজ রাত ১১টায় এনটিভিতে প্রচার হবে অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘মানুষ বদল’। এতে অভিনয় করেছেন শিমূল ইউসুফ। আজকের শিল্পী বিভগে কথা বলেছেন তিনি।
শেষ কবে টিভি নাটকে অভিনয় করেছিলেন?
প্রায় ১৮ বছর আগে বিটিভিতে প্রচারিত ‘গ্রন্থিকগণ কহে’ নাটকে অভিনয় করেছিলাম। সেলিম আলদীনের রচনা ও নাসিরউদ্দীন ইউসুফের পরিচালনায় এতে যাত্রাপালার মুখ্য নায়িকার ভূমিকায় কাজ করে অনেক প্রশংসিত হই।
‘মানুষ বদল’-এ কী চরিত্রে অভিনয় করলেন?
এখানে গির্জার সিস্টারের চরিত্রে অভিনয় করেছি। গল্পের এক পর্যায়ে লেখক আবুল হায়াত গির্জায় এসে ওঠেন। এভাবেই গল্পটি এগোয়।

আপনার অংশটির চিত্রায়ন হয়েছে কোথায়?

কক্সবাজারের একটি গির্জায়। এখনকার মতোই তখন প্রচণ্ড গরম ছিল। আমরা কাজের ফাঁকে ফাঁকে সেখানকার মিষ্টি ডাবের পানি খেয়েছি।

এতদিন পর টিভি নাটকে কাজ করে কেমন লাগল?

টিভি নাটকে অভিনয়ের প্রস্তাব পাই প্রায়ই। কিন্তু কোনোটাতেই কাজ করার আগ্রহ দেখাই না। এবার অনিমেষ আইচের অনুরোধেই নাটকটি করতে হলো।

গান নিয়ে নতুন পরিকল্পনা আছে?

সেলিম আল দীনের লেখা ও আমার সুর করা যত গান আছে, সেগুলো নিয়ে একটি অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করছি।

নাসির উদ্দীন ইউসুফের নতুন চলচ্চিত্র ‘নিষিদ্ধ লোবান’ সরকারি অনুদান পেয়েছে। ছবিটিতে কি কাজ করবেন?
নাসির উদ্দীন ইউসুফ যদি মনে করেন, তাহলে এ ছবির সঙ্গীত পরিচালনা করতে পারি। এটা তার ওপর নির্ভর করছে।

টিভি নাটকে নিয়মিত কাজ করবেন?

মঞ্চনাটকের ব্যস্ততা নিয়েই আমার সারাবছর কেটে যায়। অন্য কাজ করার ফুরসত তেমন একটা পাই না। এখনই বলতে পারছি না, টিভি নাটকে আবার কবে কাজ করব!

[ad#co-1]

Leave a Reply