গজারিয়ায় ডাকাতদের হাতে আহত ৮, মূল্যবান মালামাল লুট

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গতকাল বুধবার গভীর রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনায় আটজন আহত হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

গ্রামবাসী জানিয়েছে, উপজেলার হোগলাকান্দি গ্রামের আবদুল হক মিয়ার বাড়িতে বুধবার রাত একটার দিকে মুখোশ পরা ২০-২৫ জনের এক ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাড়ির আট সদস্যকে জখম করে। ডাকাতেরা এ সময় ঘর থেকে নগদ তিন লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতদের হাতে আহতেরা হলেন আবদুল হক, হাবিবুল্লাহ, খবির উল্লাহ, হাসি খাতুন, নূর হোসেন, নুরুন্নাহার, রবিউল আওয়াল ও হ্যাপি।

তাঁদের মধ্য থেকে আবদুুল হক ও খবির উল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।

[ad#co-1]

Leave a Reply