মুন্সীগঞ্জে ছেলের পিটুনিতে মা মারা গেছেন

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ছেলে মনির হোসেন ও রুবেলকে গ্রামের কথিত পীর বাচ্চুর আস্তানায় যেতে বাধা দেন মা। এতে ক্ষিপ্ত হয়ে ছেলেরা মাকে মারধর করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে মা মনোয়ারা হাসপাতালে মারা গেলে তার ভাই বোনকে হত্যা করার ঘটনায় সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে ওই অভিযোগ অস্বীকার করে ছেলে মনির হোসেন বলেন, তার মা বিষপান করে আত্মহত্যা করেছে। সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মতিউর রহমান জানান, ঢাকায় হাসপাতালে মহিলার মৃত্যু হয়েছে। তাকে ছেলেরা মারধর করেছে বলেও অভিযোগ আছে। আবার ছেলেরা থানায় অপমৃত্যুর অভিযোগ করেছে।

[ad#co-1]

Leave a Reply