এখনই সংগীতকে বিদায় জানাতে চাই না’

দেশবরেণ্য প্রবীণ সুরকার থেকে শুরু করে এই সময়ের প্রতিভাবান প্রায় সব সুরকারের সুরেই গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ। এবার সেই তালিকায় যুক্ত হলেন এ সময়ের আলোচিত সুরকার হাবিব। তাঁর সুরে এবারই প্রথম একটি চলচ্চিত্রের গান গাইলেন কুমার বিশ্বজিৎ।

‘ছোট ছোট আশা খুঁজে পেল ভাষা/ হূদয় গভীরে অচেনা ভালোবাসা’—শফিক তুহিনের লেখা, মোস্তফা কামাল পরিচালিত প্রজাপতি চলচ্চিত্রের এই গানটি বৃহস্পতিবার হাবিবের ধানমন্ডির স্টুডিওতে ধারণ করা হয়।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘নতুনদের মধ্যে যারা সুর করছে, তার মধ্যে হাবিবের কাজ অনেক ব্যতিক্রম, ওর সুরে আমাদের পুরোনো বাংলা আধুনিক গানের সুরের ধাঁচটা আছে। আমি যে গানটি করেছি, তাতে ইমন এবং ভূপালি রাগের প্রভাব রয়েছে। গানটি আমার খুবই ভালো লেগেছে।’

সম্প্রতি একটি পত্রিকায় আপনি বলেছেন, ‘যখন বয়স ৫০ হবে, তখন আর গান করব না।’—এমন মন্তব্যে আপনার অনেক ভক্তশ্রোতাই আহত হয়েছেন। আসলেই কি পঞ্চাশের পর গান ছেড়ে দেবেন?—এমন প্রশ্নের জবাবে বিশ্বজিৎ বলেন, ‘আসলে ৫০ ঠিকই আছে, তবে ওটা হবে, আমি আরও ৫০ বছর গান করতে চাই। এখনো তো আমার শ্রোতাদের অনেক কিছু দেওয়ার আছে। এখনই সংগীতকে বিদায় জানাতে চাই না।’


Leave a Reply