গজারিয়ায় এমপি’র এপিএস’র বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজিসহ নানা অনিয়মের অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ার এমপি’র এপিএস শরীফ মাহমুদের বিরুদ্ধে নানা অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। স্খানীয় এমপি ইদ্রিস আলী চলতি মাসের ৭ তারিখে দুই মাসের ব্যক্তিগত সফরে আমেরিকা যান। এমপি’র অনুপস্খিতিতে গজারিয়া এলাকার সব কার্যক্রমের তদারকির দায়িত্ব পান শরীফ মাহমুদ। এ সুযোগে তিনি এলাকায় ব্যাপক অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল,বালু মহালে লুটপাট, নিরীহ লোকদের হয়রানি করছেন বলে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা গত রোববার সাংবাদিকদের জানান।

তারা বলেন, এমপি’র এপিএস পদে শরীফকে নিয়োগ দেয়ার শুরু থেকেই তারা প্রতিবাদ করে আসছেন। শরীফ মাহমুদের অপকর্মের কথা প্রধানমন্ত্রীর দফতরেও জানানো হয়েছে।

অনুসìধানে জানা গেছে, এলাকার চিহ্নিত চোরাকারবারি ও থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী গিয়াস উদ্দিনকে নিয়ে শরীফ মাহমুদ সিন্ডিকেট গঠন করেছেন।

শরীফ-গিয়াস সিন্ডিকেট স্খানীয় শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের জিম্মি করে রেখেছেন। তাদের কাজ না দেয়ায় কাজী ফার্মের প্রোডাকশন ২৪ ঘন্টা বìধ রেখেছে। এতে কোম্পানির ক্ষতি হয়েছে এক কোটি ৮২ লাখ টাকা। ফার্ম কর্তৃপক্ষ থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। তবে এ ব্যাপারে শরীফ মাহমুদের সাথে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এমপিকে নিয়ে তিনি এলাকার উন্নয়নের চেষ্টা করছেন। স্খানীয় একটি স্বার্থান্বেষী মহল তার উন্নয়ন কাজে বাঁধাগ্রস্ত করছে। তিনি আরো বলেন, তিনি গজারিয়ার কোনো ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িত নন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, কাজী ফার্ম কর্তৃপক্ষ শরীফ মাহমুদের মালিকানাধীন শরীফ এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানকে লোড-আনলোডের কার্যাদেশ দিয়েই উৎপাদন চালু করতে বাধ্য হয়েছে।

থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আল মামুন, যুবলীগ নেতা আল মাহমুদ বলেন, সম্প্রতি শরীফ বাহিনীর সন্ত্রাসীরা দা, চাপাতি দিয়ে কুপিয়ে তাদের রক্তাক্ত করে। এ ব্যাপারে গজারিয়া থানায় অভিযোগ দেয়ার পরও মামলাটি রেকর্ডে নেয়নি পুলিশ।

মনার কান্দি গ্রামের কামাল জানান, শরীফ বাহিনীর সন্ত্রাসীরা তার ১০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। এর প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করে। এ ব্যাপারে থানায় মামলা দিলে পুলিশ মামলা গ্রহণ করেনি।

থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, এমপিকে একাধিকবার বলা হয়েছে যে তার এপিএস পদে নিয়োগ যিনি নিয়োগ পেয়েছেন তিনি একজন সন্ত্রাসী। তার কারণে দলে একাধিক গ্রুপিং সৃষ্টি হয়েছে। সাধারণ সম্পাদক সোলায়মান দেওয়ানের অভিযোগ, গজারিয়ার সব প্রশাসনিক কার্যক্রম চলছে শরীফের কথায়। তারা দলের জন্য ত্যাগ, তিতিক্ষা, নির্যাতন, হামলা, মামলার শিকার হয়েছেন। কিন্তু এমপি’র সাথে সাক্ষাৎ করতে চাইলে আগে কন্টাক করতে হয় শরীফ মাহমুদের সাথে। তিনি আক্ষেপ করে বলেন, প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ করেও শরীফ মাহমুদকে দমাতে পারেননি। বর্তমানে তিনি গজারিয়া শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি। থানা ছাত্রলীগের সভাপতি মাহবুবুল আলম শাহীনের অভিযোগ, নির্যাতিত দলীয় নেতাকর্মীরা এমপি’র কাছে মূল্যহীন। শত শত নেতাকর্মী শরীফ মাহমুদের অনিয়ম তুলে ধরলেও এমপি কর্ণপাত করছেন না।

[ad#co-1]

Leave a Reply