ফতুল্লার মাদ্রাসা শিক্ষিকাকে ডেকে নিয়ে হত্যা

ফতুলস্নার এক মাদ্রাসা শিক্ষিকাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে মুন্সীগঞ্জে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের নাম তামান্না আক্তার (২২)। নিহত তামান্না ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মীর হোসেন মীরুর ভাগ্নি এবং ঢাকার জুরাইনের রফিকুল ইসলামের মেয়ে।

নিহত তামান্না ফতুল্লা শাহীবাজার মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। গতকাল নিহতের আত্মীয়-স্বজন মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিহতের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের মা রাজিদা বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। নিহতের মামা স্বেচ্ছাসেবক লীগ নেতা মীরু জানান, তামান্না ফতুল্লায় শিক্ষকতা করার সুবাধে তাদের বাড়িতেই থাকতো। গত শুক্রবার বিকাল ৪টায় তামান্নার মোবাইলে একটি ফোন আসার পর সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ নেয়ার পর তারা গতকাল জানতে পারেন মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে এক তরুণীর লাশ আছে। পরে তারা সেখানে গিয়ে নিহত তরুণীকে তামান্না হিসেবে শনাক্ত করেন। মুন্সীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার থানার শ্রীনগর বালিগাঁও সড়কের পাশের একটি জঙ্গল থেকে জবাই করা অজ্ঞাত পরিচয় তরুণীর লাশ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে রাখা হয়। সেচ্ছাসেবক লীগ নেতা মীরু জানান, নিহত তামান্নার স্বামী পলাশ ইটালি প্রবাসী। কারা কি উদ্দেশ্যে তামান্নাকে হত্যা করেছে তা স্পষ্ট করে কিছু বলতে পারেনি। প্রসঙ্গত এর আগে বেশ কয়েকবার মীরুকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।

[ad#co-1]

Leave a Reply