উপস্থাপক, নির্মাতা, তরুণ রাজনীতিবিদ অনেক পরিচয়ে পরিচিত তিনি। তিনি মাহী বি চৌধুরী। বাংলাভিশনের ভিন্নধর্মী স্ট্রিট শো রাত বিরাতের এবারের পর্বে অংশ নিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় এ মুখ। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি তিনি উপস্থাপকের সঙ্গে নিজের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে গিয়েছেন, আড্ডায় জানিয়েছেন তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মজার ও অজানা কথা। মাজনুন মিজানের উপস্থাপনা ও কাওনাইন সৌরভের প্রযোজনায় বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে রাত বিরাতের এ পর্বটি।
Leave a Reply