আপনি কি অন্য কোথাও যাবেন, যেতে চাইছেন?
কৃষ্ণ-বিবর, প্রতিবস্তু, নক্ষত্রের ভ্রূণ এসবের অতিরেক কোথাও?
কেনইবা নয়, এখানে আপনার জন্য এই মৃত্তিকায়
কেউতো দরজা খুলে রাখে নি! আমিওতো নয়!
কেননা কখনওতো তা রাখা যায় না, নিয়ম নেই
আমরা যারা এইখানে আছি সকলে ভূতগ্রস্ত হয়ে আছি
কখনো দ্রবীভূত কখনো পরমাণুর অদৃশ্যময়তার হেঁয়ালি
কখনোবা শুধু ঘোরের স্থিতধী না-পাথর হয়ে মাটির গহ্বরে
আমরা কেবল থাকি, বাস করি না, কেবলই থাকি৷
এখানে আমরা সত্য-অসত্যের অপেক্ষা রহিত নির্বিকার
স্পর্শাতীত নিদ্রা-অনিদ্রার একরকম ঘোরের মধ্যে আছি
আপনিতো সাকার, বাস্তব! অক্ষর ও শব্দ-বিন্যাসের কারিগর
আপনিতো হিসাব-কিতাব, ভাব, ভালোবাসা, জন্ম মৃতু্য ইত্যাদির
অনুগত পরিচারকও বটেন মায়ার সংসারে এই পৃথিবীর পিঠে৷
দোহাই আপনার আপনি নিরুত্তর থাকবেন না, দয়া করে কথা বলুন
আপনার নিরুত্তর স্তব্ধতায় আমার ভাবের অস্তিত্ব তরলায়িত হতে পারে
অবশেষে তরল থেকে ঘনীভূত হয়ে আমি সাকার হয়ে যেতে পারি
যা আমি চাই না৷ কখনোও নয়৷
দয়া করে আপনার স্তব্ধতা নিয়ে অন্য কোথাও চলে যান
আপনি ভুল করে এইখানে চলে এসেছেন আচ্ছন্নের মতো
আপনি দরজা খুলে দেবার দেশে চলে যান,
সেখানে জনারণ্য আছে, অরণ্য আছে ষড়রিপুর লোকালয় আছে!
[ad#co-1]
Leave a Reply