ললিতা এখন মুন্সীগঞ্জে

নপ্রিয় ধারাবাহিক ‘ললিতা’র ১০৯ তম পর্বে দেখা যাবে বিক্রমপুর তথা মু্ন্সীগঞ্জের ঐতিহ্যবাহী পালবাড়ি। এই পালবাড়িতেই চলছে একুশে টেলিভিশনের এই ধারাবাহিকের শূটিং। এই শূটিং দেখতেও এখানে উপচে পড়া ভিড়। দর্শকরা এই নাটকে পালবাড়ির পুরাকীর্তির অনেক কিছুই দেখতে পারবেন। আকর্ষণীয় ভিজুয়্যাল রয়েছে এতে। নাটকটিতে বস্তির মেয়ে ললিতার নায়িকা হওয়ার স্বপ্ন পূরণের নানা পর্যায় ফ্রেমে তুলে এনেছেন প্রডিউসার মোঃ জামাল উদ্দিন। এই নাটকের আরও কয়েকটি পর্বের শূটিং হবে মুন্সীগঞ্জে।

Leave a Reply