মুক্তারপুরে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ

কাঁটাতারের বেড়া দিয়ে সেতুর জমি আলাদা করার প্রতিবাদে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে রোববার সড়ক অবরোধ করে কয়েকশ’ গ্রামবাসী। তারা সকাল ৮টা থেকে প্রায় ৯টা পর্যন্ত ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের মুক্তারপুর সেতুর সামনে অবস্থান নিয়ে সেতু কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্লোগান দেয়। তাদের হাতে ছিলো বিভিন্ন ধরনের ফেস্টুন ও ব্যানার।

এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রশাসনের আশ্বাসে গ্রামবাসী অবরোধ তুলে নিলে ৯টার পর যান চলাচল শুরু হয়।

গ্রামবাসী জানিয়েছে, জনগণের স্বার্থে মুক্তারপুর সেতুর জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিলো। এখন সেই জমি কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা করা হচ্ছে। এর ফলে অনেকের বাইরে বের হওয়ার পথ বন্ধের উপক্রম হয়েছে।

হাবিবুর রহমান নামের এক গ্রামবাসী সাংবাদিকদের বলেন, কোনো সেতুর আশপাশে এমন কাঁটাতারের বেড়া দেওয়া নজীরবিহীন ঘটনা। কর্তৃপক্ষ পিলার দিয়ে তাদের জায়গা চিহ্নিত করে রাখলেই যথেষ্ট ছিলো। সেখানে নিরাপত্তার এমন কোনো অভাব নেই যে কাঁটাতার দিয়ে বেড়া দিতে হবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আজিজুল আলম সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে সেতু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জনগণের স্বার্থেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply