ইদ্রাকপুর দুর্গ মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইদ্রাকপুর দুর্গ। উঁচু দেয়াল আর নকশায় মোগল ছাপ সুস্পষ্ট। চুন-সুরকির মোটা দেয়াল অনেকটাই লালবাগ কেল্লার মতো। দুর্গটি মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে সুবাদার মীর জুমলা নির্মাণ করেন। নির্মাণ কাজ শেষ হয় ১৬৬০ সালে। দুর্গের ভেতরে যা কিছু ছিল, তার চিহ্ন আর নেই। দুর্গের নিরাপত্তা ব্যবস্থা ছিল দুই স্তরবিশিষ্ট। প্রথমে নিচু পদ্ম পাপড়ির মতো খাঁজকাটা প্রাচীর। প্রাচীরের চার কোনায় চারটি কামানঘর। আর দ্বিতীয় স্তরে উঁচু প্রাচীরের মধ্যখানে গোলাকার উঁচু দুর্গ। তার চারপাশেও পদ্ম পাপড়ির নকশা। মাঝে মাঝে গোলা ছোড়ার জন্য ফোকর। জনশ্রুতি আছে, এই দুর্গের সঙ্গে ঢাকার লালবাগ কেল্লার সুড়ঙ্গপথে যোগাযোগ ছিল। ঢাকার গুলিস্তান থেকে বাসে চড়ে নামতে হবে মুন্সীগঞ্জ শহরের পুরনো কাচারির সামনে। সেখান থেকে অল্প দূরেই দুর্গটি।

[ad#co-1]

[ad#co-1]

2 Responses

Write a Comment»
  1. বিস্তারিত খুঁজতেছি…পেলে দিয়ে দেব…

  2. Boss
    Porichiti ti aro deergho howa uchi / 3/4 line e Edrakpur Port bornona shomvob noy

Leave a Reply