রবীন্দ্রজয়ন্তীতে সুরের আসর

“বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপে….ওগো মা… তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে…”, ‘যখন পরবে না মোর পায়ের চিহ্ন এই বাটে…’ কবিগুরম্ন রবীন্দ্রনাথের ১৪৯তম জয়নত্মীতে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমীতে এমনই সুরের আসর বসেছিল। বিশ্ব কবির নানা গানে মুখরিত হয়ে ওঠে পুরো একাডেমী। সুরের মূর্ছনায় যেন এক অন্য জগতে ভাসছিলেন শ্রোতারা। গান, নৃত্য, আবৃত্তি; সবই ছিল এই আসরে। জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক । তিনি ২৫ বৈশাখের তাৎপর্য তুলে ধরেন ।

শনিবার রাতে শুরম্ন হওয়া এই আসরে জেলা শিল্পকলা একাডেমীর সদস্যসচিব মীর নাসিরউদ্দিন উজ্জ্বল শুভেচ্ছা জ্ঞাপন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সমৃদ্ধ জীবন আর কর্মের নানা ঘটনা উঠে আসে এই আয়োজনে। অনুষ্ঠানটিতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন শাহিন মোঃ আমানুলস্নাহ ও ছাবেরা আক্তার ছবি।

[ad#co-1]

Leave a Reply