মুন্সীগঞ্জ সংঘর্ষে হত ২

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লৌহজং উপজেলার গাঁওদিয়ারা গ্রামে পুলিশের উপস্থিতিতে প্রতিপৰের মামলায় হিরন মিয়া (৪০) নামের এক কৃষক নিহত হয়েছে। পরে ইমান আলী, শাহেদ আরী ও মোহন মৃধা নামের তিন জনকে পুলিশ আটক করেছে।

লৌহজং থানার ওসি হেলাল উদ্দিন জানিয়েছেন, জমির মাটিকাটা নিয়ে বিরোধের কারণে আদালতে ১৪৫ ধারার আদেশ হয়। এই নোটিস নিয়ে হিরন মিয়া সঙ্গে নিয়ে এএসআই আহসান ঘটনাস্থলে যান। এই সময় ৰিপ্ত হয়ে ইমান আলী ও তাজেল গং হিরনকে কিলঘুসি ও লাথি মারে। লৌহজং স্বাস্থ্য কমপেস্নঙ্ েনিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। হিরন ঘটনাস্থলের পাশর্্ববতর্ী ছত্রিশ গ্রামের হযরত আলী মিয়ার পুত্র। লাশ ময়নাতদনত্মের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠিয়েছে। থানা সূত্র জানায়, পলাতক রয়েছে মান্নান মৃধা, তালেব আলী মৃধা ও তাজেল ।

[ad#co-1]

Leave a Reply