পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেই কাজে ডুব দিয়েছেন জনপ্রিয় কম্পোজার ও কণ্ঠশিল্পী হাবিব। রাতভর সুর খুঁজছেন। নতুন নতুন কম্পোজিশনে প্রকাশ করার চিন্তা করছেন নিজেকে। আর তাই একাধিক নিজস্ব স্টুডিও থাকলেও আরও একটি নতুন স্টুডিও নির্মাণের কাজ করছেন হাবিব। গায়ক জানান, গ্রীনরোডেই হচ্ছে এ স্টুডিও। একই স্থানে তাঁর আরও তিনটি স্টুডিও আছে। এবার হচ্ছে চতুর্থটি। এত স্টুডিও কেন? জানতে চাইলে গায়ক জানান, নিজের কাজগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছেন তিনি। একেকটি স্টুডিওতে একেক ধরনের কাজ হয়। পরে একটি স্টুডিওতে বসে পুরো কাজের সমন্বয় করেন তিনি। এ কারণেই আরও একটি স্টুডিওর দরকার হয় বলে জানান গায়ক। অবশ্য এর আরও একটি কারণ যে, কাজের আধিক্য তাতে কোন সন্দেহ নেই। কারণ, এই মুহূর্তে প্রচুর কাজ নিয়ে আছেন সকলের চাহিদার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এ কম্পোজার। বর্তমানে বেশ কয়েকটি চলচ্চিত্রের জন্য গান করছেন তিনি। এসবের একটির নির্মাতা গাজী মাজহারম্নল আনোয়ার। এছাড়া ‘পায়েল’ ও ‘প্রজাপতি’ নামের দুটি ছবির জন্য গান কম্পোজের কাজ চলছে। এসবের বাইরে আর্থিক প্রতিষ্ঠান ইবিএল’র থিম মিউজিক করছেন তিনি।
এদিকে মডেল অভিনেত্রী মোনালিসার সঙ্গে বহু দিনের প্রেম কবে পরিণতি পাবে সে বিষয়টি নিয়েও ভাবতে হচ্ছে এ সুদর্শনকে। তবে কবে নাগাদ বিয়ের পিঁড়িতে বসা হচ্ছে সে ব্যাপারে এখনও মুখ খুলতে রাজি হননি তিনি। অবশ্য গায়কের বাবা খ্যাতিমান তারকা ফেরদৌস ওয়াহিদ জানান, ঈদের পর হতে পারে আলোচিত এ জুটির বিয়ে।
[ad#co-1]
Leave a Reply