বিয়ের দিন ধার্য না হলে আইনানুগ ব্যবস্থা!

কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: গজারিয়ায় কলেজছাত্রীর সঙ্গে অনৈতিক কাজের ভিডিও চিত্র মোবাইলে ছড়িয়ে দেয়ার ঘটনায় গতকাল শুক্রবার সালিশ বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার পুনরায় বৈঠক করে ভিকটিম কলেজছাত্রীর সঙ্গে ঘটনার হোতা ইমতিয়াজের বিয়ের দিন ধার্য করা হবে। আর তা না হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার দাসের বাসভবনে অনুষ্ঠিত সালিশ বৈঠকে স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, ইমতিয়াজের পিতা ডা. লিয়াকত আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তবে সালিশে ইমতিয়াজ অনুপস্থিত ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে বৈঠকে দাবি করেন তার পিতা ডা. লিয়াকত আলী।সম্প্রতি প্রেমের ফাঁদে ফেলে ভিকটিম কলেজছাত্রীর সঙ্গে ইমতিয়াজ অনৈতিক কাজে লিপ্ত হন। পরে এর ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেন তিনি।

[ad#co-1]

Leave a Reply