মুন্সীগঞ্জে ঝড়ে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

কাজী দীপু,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ও শিলই ইউনিয়নে এবং টঙ্গিবাড়ি উপজেলার ৫টি ইউনিয়নে মঙ্গলবার রাতে ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ধামারন গ্রামসহ বিভিন্ন গ্রামের সহস্রাধিক গাছপালা ভেঙে পড়েছে। এ সময় মহিলাসহ ১০-১২ জন আহত হয়। জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ সাগুফতা ইয়াসমনি এমিলি ঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তরা জানায়, প্রচণ্ড ঝড় হাওয়ায় বাংলাবাজার ইউনিয়নের খাসকান্দি,শান্তিনগর,সর্দারকান্দি, কালিরচর,বকচর,শিলই গ্রামে ও টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল বানারী, পাঁচগাঁওসহ ৫টি ইউনিয়নে বিভিন্ন গ্রামের ঘরবাড়ির টিনের চাল উপড়ে ফেলেছে স্থানীয় সূত্র দাবি করেছে। ওইসব পরিবারগুলো মঙ্গলবার রাতভর খোলা আকাশের নিচে রাতযাপন করেছে। এদিকে ঝড়ের কবলে বাংলাবাজার ইউনিয়নে শতাধিক বিধ্বস্ত বাড়িঘর দেখতে গত বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য এম ইদ্রিস আলীর প্রতিনিধি এপিএস বাবুল সরদার ও সদর ইউএনওর পরিদর্শন করেছেন ।

[ad#co-1]

Leave a Reply