একটি প্রেমের কবিতা – সরকার মাসুদ

ঘুমের ভেতর অভাবিত সব ঘটনার জন্ম হয়
এক নীলা পাথরের স্বপ্ন
আমাকে জাগিয়ে রাখে পূর্ণিমায়;
ঘটনার ভেতর থেকে গলা তোলে রক্তগিরগিটি
প্রিয়তমার মুখচ্ছবি আমাকে বসিয়ে রাখে
শানবাঁধা ঘাটলায়।
চাঁদনিতে ভেসে গেছে মানুষের ঘুমন্ত বাড়ি-ঘর
ভাটার টানে ভেসে যাচ্ছে খড়কুটো ভালবাসা
উজানে ফিরে আসছে ছোট্ট ডিঙির মতো আশা!

আবার টাল খাচ্ছে জ্যোৎয় উড়ে চলা বাদুড়ের ডানা
স্বপ্নে যা জানি বাস্তবে তার কতটুকু জানা?
বেলুনের মতো চাঁদ জানালার কাছে নেমে এসেছে
আলোয় ভরে গেছে বিষকাঁঠালির ঝোপে ঠাসা খাদ
ফণিমনসার কাঁটা জেগে উঠেছে ডজ খাওয়া পুরুষের মনে
কী ফুল ফুটেছে এত রাতে পাগলের ঘরের পেছনে!

মনে ফিকে গোলাপের মতো হালকা সুবাস
কিন্তু ভালো লাগছে না কোনও কিছু
ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে স্মৃতিকাতর মাথার পেছনে;
কোমল আলোর আঠায় আটকে গেছি বেগুনি ফড়িং
জ্যোৎর নদী পার হয়ে আসা গান-বাজনার শব্দ
শুনতে শুনতে নীলার নিঃশব্দ প্রেমঃ
আমি দেখতে পাচ্ছি রাতের হাওয়ার অস্বচ্ছ ইশারা!

[ad#co-1]

Leave a Reply