দুই গ্রামবাসীর সংঘর্ষে মুন্সীগঞ্জ রণক্ষেত্র

গুরুতর আহত ৩০ হাসপাতাল ভাঙচুর মহাসড়ক অবরোধ
সেতু ইসলাম, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে তুচ্ছ ঘটনার জের ধরে গতকাল সোমবার সকালে দুই গ্রামবাসীর সংঘর্ষ, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-মাওয়া মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় মহাসড়ক প্রায় দেড়ঘণ্টা অবরুদ্ধ ছিল। সিরাজদীখান উপজেলার নিমতলার চালতিপাড়া ও শিকারপুর গ্রামবাসীর মধ্যকার ওই সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত ও দুটি প্রাইভেট ক্লিনিকসহ ২০টি দোকান ভাঙচুর হয়েছে। ঘটনা সামাল দিতে দুশতাধিক র‌্যাব ও পুলিশ মহাসড়কে অবস্থান নেয়।

এর আগে শনিবার দিবাগত রাতে নিমতলা আওলাদ মার্কেটের সামনের জায়গা পাকা করার কাজ চালতিপাড়ার এক যুবক নষ্ট করার চেষ্টা করলে দুই গ্রামবাসীর মধ্যে প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। ওই রাতের সংঘর্ষে ১৫টি দোকান ভাঙচুর ও ২৫ জন আহত হয়েছে। শনিবার রাতের সংঘর্ষের জের ধরে গতকাল সোমবার আবারো দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে সংঘর্ষ শুরু হলে ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় গ্রামবাসী ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে কাফনের কাপড় পরে মিছিল করে এবং দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়। অবরোধের কারণে ৮ কিলোমিটারব্যপী তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষের পর থেকে নিমতলা বাসস্ট্যান্ড ও বাজার এলাকার দুশতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। গুরুতর আহত আলউদ্দিন মোল্লা (৩২), আজগর (৩০), মোক্তার মোড়ল (৩২), মমিন মোড়ল (৩৫), মোশারফ মোড়ল (৩৫), শহীদুল ইসলাম (২৫) ও রাজিবকে (২২) ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতরা সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এ ঘটনায় জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, খুব বড় ধরনের কিছু ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে। এএসপি লৌহজং সার্কেল সাইফুল ইসলাম ফারুকী বলেন, পরশু দিন দুই গ্রামের মধ্যে সামান্য বিষয়ে বিরোধ বাধে। স্থানীয় সংসদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় আজ মঙ্গলবার দুই গ্রামের লোকজন নিয়ে বৈঠকে বসার কথা।

[ad#co-1]

Leave a Reply