মুন্সীগঞ্জের ৬০ স্পটে মাদকের হাট

মাদকে সয়লাভ এখন মুন্সীগঞ্জ। জেলার ৬০টি স্পটে বসছে মাদকের হাট। এসব স্পটে হেরোইন, বিদেশী মদ, বিয়ার, ফেনসিডিল ও ইয়াবাসহ অবৈধ মাদকদ্রব্য দেদারছে বিক্রি হচ্ছে। এর মধ্যে ফেনসিডিল ও ইয়াবা ব্যবসার ব্যাপকতাই বেশি। আইন প্রয়োগকারী সংস্থা ও এলাকাবাসীর দেয়া তথ্য মতে, ইয়াবা ও ফেনসিডিল ব্যবসায়ীদের মধ্যে রয়েছে শহরের উত্তর ইসলামপুরে মোহাম্মদ, আরিফ ওরফে ভাইগ্না আরিফ, রফিক, শরীফ ও মাসুম।

দক্ষিণ ইসলামপুরে ফেনসিডিল সম্রাট হিসেবে রয়েছে- আমান, দুই ভাই মালেক ও ছালেক, রোমান, মতিন, মোখলেছ, মোশারফ ওরফে জামাই, সেলিম ওরফে সেইল্যা ও ছলে। হাটলক্ষ্মীগঞ্জে ফেনসিডিল ও বিয়ার ব্যবসা জমিয়ে তুলেছে- সোহেল ও কানা ইকবাল। ছবিঘর রোড, জগধাত্রী পাড়ায় ফেনসিডিল ব্যবসা জমিয়ে তুলেছে- শাহজাহান। মানকিপুরে রয়েছে ওমর, হাত কাটা জলিল ও দুলাল। থানারপুল ও বাগমামুদালী পাড়ায় রয়েছে পুলিশের জামাই মহসিন। গণকপাড়ায় রয়েছে সবুর ও আজিজ। দেওভোগ-শিলমন্দী এলাকায় ইয়াবা ব্যবসা জমিয়ে তুলেছে ইকবাল ওরফে মুন্সী। ঐতিহ্যবাহী মুন্সীরহাটে মাদক সম্রাট হিসেবে রয়েছে টরকীর রাজু মৃধা, জন্টু মিজি, ভিটি হোগলার বাবু কাজী, খাসকান্দির আক্তার হোগলা কান্দির হুমায়ুন মোল্লা, গুহের কান্দির সিটি শাহআলম ও গ্লাসি রিপন। সিপাহীপাড়া জাকির, চরমুক্তারপুরে জিল্লুর ফেনসিডিল ব্যবসা জমিয়ে তুলেছে। নয়াগাঁও পূর্বপাড়ায় রয়েছে- ফেনসিডিল সম্রাট মতু, কাদের, মান্না, রিপন, দুলু, রবিন, রানা ও মাসুদ, পশ্চিমপাড়ায় রয়েছে সাহেব আলী ও মধ্যপাড়ায় দেলোয়ার মেম্বার। মুক্তারপুর সেতু ও বিসিক এলাকায় জাফর, জুম্মন, আনু, সাদু, মালিরপাথরে শীর্ষ সন্ত্রাসী ইমরান, মুক্তারপুরে হোসেন, মিরেশ্বরাই কালিখোলার আরিফ ও ডিঙ্গাভাঙ্গায় টাইগার আলম ফেনসিডিল-ইয়াবার নিয়ন্ত্রক।

মুক্তারপুর পান্না সিনেমা হলে আগে দুলাল বিক্রি করছে ইয়াবা। রিকাবীবাজার ও বিনোদপুর এলাকায় রয়েছে মাদক সম্রাট নসু ও মোফাজ্জল, নুরপুরে জাহাঙ্গীর, কমলাঘাটে কালু। টঙ্গীবাড়ি বাজারে রয়েছে সোনারংয়ের ইয়াবা সম্রাট দুই ভাই রহমান মল্লিক ও সাজু মল্লিক। এছাড়াও ফেনসিডিল সম্রাট হিসেবে রয়েছে রাজ্জাক, বাঁশবাড়ির বিপ্লব ওরফে বিপু ও জয়নাল আবেদীন। বেতকা বাজারে ফেনসিডিল সম্রাট তারা মিয়া ওই এলাকার পরিবেশ বিষিয়ে তুলেছে। লৌহজংয়ের মাওয়ার কান্দিপাড়ায় রয়েছে মামুন, গোয়ালী মান্দ্রায় আমিনুল, বেদে আশরাফ, কনকসার বাজার এলাকায় দিদার, বটতলা এলাকায় মোশারফ, মহসিন, ক্ষিদির পাড়ায় সিয়র দাস, শাহীন মাদবর, মাওয়া ফেরিঘাট এলাকায় শহীদ ও শফিকুল, হাটভোগদিয়ায় মিন্টু, সাবের। এদের মধ্যে মামুন লৌহজংয়ের শীর্ষ মাদক ব্যবসায়ী। শ্রীনগর বাজারে রয়েছে টয়লেট বাবুল ওরফে কালা বাবুল, মন্দির ও শশ্মানঘাট এলাকায় হট লাইন বাবুল, হাসাড়ায় বাবু লাল, সিং পাড়ায় পাগলা মজিবর, বাঘড়ায় বুড়ি রয়েছে। এছাড়া শ্রীনগরের জেলে পট্টির বেশির ভাগ বেদে ফেনসিডিল, হেরোইনসহ অবৈধ মাদক-ব্যবসার সঙ্গে জড়িত। সিরাজদিখানের চালতিপাড়া ফেনসিডিল সম্রাট হিসেবে রয়েছে শাহজাহান ওরফে মাদারী ও চরকুন্দুলিয়ায় রয়েছে রফিক।

জেলার শীর্ষ মাদকঘাটি গজারিয়ার পুরা চরবাউশিয়ায় রয়েছে দেবর জহিরুল, ভাবী শিরিন আক্তার, ভবেরচরে পাইকারী ফেনসিডিল ব্যবসায়ী হিসেবে রয়েছে মহিউদ্দিন, বাউশিয়া ফেরিঘাটে ইকবাল, চরবাউশিয়ায় ইউসুফ, আমিরুল, মাসুম্মা, আলী হোসেন, হাবীব, জাহান, শরীফ, রায়পাড়ায় জাহাঙ্গীর, লুৎফা বেগম, ছোট রায়পাড়ায় জিয়া, মনির, হোসেন্দিতে জাহাঙ্গীর, বাটেরচর বাসস্ট্যান্ডে ল্যাংড়া আসলাম, বাটেরচর ব্রিকফিল্ডের আক্তার, বাটেরচর কলেজ রোডে কাইয়ুম, সোহেল, সাগর, ঝাউচরে শাহীন, দড়িকান্দিতে মজিদ, বাউশিয়া ঘাটে জাগন আলী, জামালদিতে হারুন, পলাশ, হোগলাকান্দিতে জাহাঙ্গীর, স্বপন, লক্ষ্মীপুরে বাবু, বাদশা, মাসুদ, ল্যাংড়া রাজু, নাগেরচর পশ্চিমপাড়ায় মুদি সোহেল, সোনারকান্দিতে জয়নাল, সুলতান। এদের মধ্যে মহিউদ্দিন, জহিরুল, শিরিন, ইকবাল ও জাগন আলী গজারিয়ার শীর্ষ মাদক সম্রাট। পুলিশ সুপার অফিস সূত্রমতে, জেলায় পুলিশ গত ৫ মাসে ১ হাজার ২৭৬ বোতল ফেনসিডিল, ৪২৯ ক্যান বিয়ার, ১২৯ লিটার দেশী মদ, ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। এই সময় তারা মামলা করে ৯৬টি। ভাগ্যকূল র‌্যাব-১১ অভিযান চালিয়ে ৯৬৯ বোতল ফেনসিডিল, ২১১ ক্যান বিয়ার, ৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় তারা মামলা করে ১৩টি। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস গত ৫ মাসে ৩০ বোতল ফেনসিডিল ১৬ গ্রাম হেরোইন, ৯ কেজি গাঁজা উদ্ধার করে। তারা মামলা করে ৩০টি।

[ad#co-1]

Leave a Reply