দুই সন্তানসহ সাংবাদিকের পুত্রবধূর রহস্যময় মৃত্যু

ঘরের দেয়ালজুড়ে রয়েছে এ রকম অসংখ্য লেখা, যেগুলোর নিচে মৃত দুই শিশুর নাম। ছবি : কালের কণ্ঠ (উপরে)। অভিযুক্ত স্বামী রাশেদুল কবিরের সঙ্গে রিতা এবং তাঁর দুই সন্তান পায়েল ও পাবন। ছবি : পারিবারিক অ্যালবাম (নিচে বাঁয়ে)। জুরাইনের আলমবাগের বাড়িটি ঘিরে উৎসুক জনতার ভিড়। এখানেই পাওয়া গেছে তিনজনের লাশ। ছবি : কালের কণ্ঠ

আমি হয়তো বাঁচতাম, যদি চেহারা আর রক্ত বদলাতে পারতাম। আমাদের মৃত্যুর জন্য আমার বাবা রাশেদুল কবির দায়ী। একটা আফসোস আছে যে, আমি তোমার বংশে জন্ম নিয়েছি। আর তোমাদের রক্ত নিয়ে মরতেছি।’ কাঁচা হাতে রং পেন্সিল ও তুলির আঁচড়ে ঘরের দেয়ালে কথাগুলো লেখা। অদূরে বিছানায় পড়ে আছে এক মা আর তাঁর দুই সন্তানের নিথর বিকৃত দেহ। রাজধানীর পূর্ব জুরাইনের একটি বাসায় ঘটেছে এ মর্মস্পর্শী ঘটনা। গতকাল শুক্রবার সকালে পুলিশ খবর পেয়ে লাশ তিনটি উদ্ধার করে।

অস্বাভাবিক মৃত্যুর এ ঘটনার শিকার তিনজন হলেন গৃহবধূ ফারজানা কবির রিতা (৩৫), ছেলে কবির ইশরাত পাবন (১৩) ও মেয়ে রাইছা রেশমি পায়েল (১২)। ঘরের দেয়ালে দেখা গেছে শিশু পাবন ও পায়েলের লেখা অনেক ক্ষোভ ও দুঃখের কথা। আবেগী কথার প্রতিটি লাইনে পিতৃকুলের ওপর চরম ক্ষোভ ব্যক্ত করেছে পাবন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্দহত্যা বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে হত্যার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না।

পারিবারিক সূত্র জানিয়েছে, পাবন ধানমণ্ডির মাস্টার মাইন্ড স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। পায়েল ছিল একই স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। পাবন ও পায়েলের বাবার নাম রাশেদুল কবির। রাশেদুলের বাবা দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবির।

গৃহকর্তা রাশেদুল কবির স্ত্রী ও সন্তানদের মৃত্যুর সংবাদ পেয়েও গতকাল বিকেল পর্যন্ত ঘটনাস্থলে যাননি বলে জানা গেছে। রাশেদুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং ইস্কাটন এলাকায় দ্বিতীয় স্ত্রী নিয়ে বসবাস করেন বলে জানা গেলেও পরিবারের সদস্যরা তাঁর ব্যাপারে বিস্তারিত তথ্য জানাননি। রাশেদুলের বাবা শফিকুল কবির ও তাঁর পরিবারের সব সদস্য গত দুই সপ্তাহ সোনারগাঁ এলাকায় অবস্থান করছেন বলে পারিবারিক সূত্র দাবি করছে।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শফিকুল কবির দাবি করেন, তাঁর পুত্রবধূ রিতা চার বছর ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি বলেন, ‘দুই সন্তানকে মেরে ফেলে সে আত্দহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নাতিদের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। তাদের অভিযোগগুলো সত্য নয়।’

কদমতলী থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, ‘গতকাল সকাল ১০টার দিকে পূর্ব জুরাইনের আলমবাগের তিনতলা বাড়ির দোতলা বাসার বিছানার ওপর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুট, একটি মোবাইল ফোন সেট ও বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এটা হত্যা না আত্দহত্যা, তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। তবে প্রাথমিক আলামত দেখে আত্দহত্যা বলে মনে হচ্ছে।’

পুলিশের ওয়ারি জোনের উপকমিশনার তওফিক মাহবুব চৌধুরী বিষয়টি আত্মহত্যা বলে মনে করছেন। তিনি জানান, রিতা ও তাঁর ছেলে পারিবারিক বিরোধ ও বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়াল ও চিরকুটে লিখে গেছে। তারা বিষজাতীয় কিছু একটা খেয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহের পাশে একটি জগে পানি ও গ্লাস পাওয়া গেছে। আরো কিছু আলামতসহ সেগুলোর রাসায়নিক পরীক্ষা এবং মৃতদেহের ময়নাতদন্তের পর এ মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

গতকাল এ মর্মান্তিক ঘটনার সংবাদে জুরাইন আলমবাগে অসংখ্য উৎসুক মানুষের ভিড় জমে। পুলিশ ও র‌্যাবের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও উপস্থিত হন সেখানে। মৃত তিনজনের শোয়ার ঘরে ঢুকতেই হতবাক হয়ে যান সবাই। অনেকটা স্লোগান লেখার মতো করে নানা কথা লেখা দেয়ালের আনাচে-কানাচে। রং পেন্সিল ও তুলির আঁচড়ে লেখা কথাগুলোর অধিকাংশই পাভেলের বলে জানান নিকটজনরা।

ঘটনাস্থলে কথা হয় ওই বাসার পরিচারিকা জিন্নাত আরার সঙ্গে। তিনি কালের কণ্ঠকে জানান, বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে তিনি বাসায় চলে যান। পরদিন সকাল ১০টার দিকে পৌঁছে প্রধান গেটের তালা খোলা পান। এরপর দোতলায় দরজা ধাক্কা দেওয়ার পরও সাড়া-শব্দ না পেয়ে অন্যতলার বাসিন্দাদের জানানো হয়। পরে সবাই দরজা ভেঙে দেখতে পান, বিছানায় দুই সন্তানসহ রিতার লাশ। তখন খবর দেওয়া হয় পুলিশকে।

রিতার দুলাভাই কাজী মো. আরিফ বলেন, ‘রিতার বাবা ফয়েজ উদ্দিন মারা গেছেন। দুই বোনের মধ্যে রিতা ছিলেন ছোট। প্রায় ১৮ বছর আগে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শফিকুল কবিরের ছেলে রাশেদুল কবিরের সঙ্গে রিতার বিয়ে হয়। কিন্তু কয়েক বছর আগে রাশেদ তাঁর মামাতো বোন স্মৃতির প্রেমে পড়লে সংসারে অশান্তি শুরু হয়। ২০০৮ সালের ৮ আগস্ট রাশেদ স্মৃতিকে বিয়ে করার সময় রিতাকে তালাক দেন বলে শুনেছি। বিষয়টি রিতা ও তাঁর ছেলেমেয়ের ওপর ব্যাপক প্রভাব ফেলে।’ সর্বশেষ দুই সন্তানসহ রিতাকে শ্বশুরের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করার পর এ ঘটনা ঘটেছে বলে আরিফ দাবি করেন। তিনি জানান, ৩০ জুলাইয়ের মধ্যে সন্তানদের নিয়ে বাসা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রিতাকে। স্বামীর দ্বিতীয় বিয়ে ও শ্বশুরবাড়ির নির্যাতনের কারণে রিতা দুই সন্তান নিয়ে আত্দহত্যা করেছেন বলে তিনি দাবি করেন।

রিতার মামাতো বোন আছমা জানান, ছয় মাস আগে রাশেদুল রিতার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তবে দুই ছেলে ও স্ত্রীদের খরচের টাকা দিতেন তিনি। রিতা সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া-আসা ছাড়া বাসার বাইরে তেমন একটা বের হতেন না।

দেয়ালজুড়ে ক্ষোভের পঙক্তিমালা

ঘটনার পর বাড়িটি ঘুরে দেখা যায় দোতলার প্রতিটি দেয়ালে লেখা অনেক ক্ষোভের কথা। শোয়ার ঘরের উত্তরের দেয়ালে লেখা_

‘আব্বু, তুমি ও তোমার বাবা, মা, বোনদের কারণে আমরা মরে যাচ্ছি। কারণ তুমি ও তোমরা সবাই মিলে যে অপরাধ করেছো, তাতে আমরা আর বাঁচতে পারলাম না।’

দক্ষিণের দেয়ালে লেখা_

‘এই দাদা, তুই না সাংবাদিক। তোর বাসার দেয়ালে পত্রিকা ছাপায়ে দিলাম। আমার নানা মারা যাওয়ার পর নানু তার শ্বশুরের সঙ্গে ছিল। তুমি কেন ভালো শ্বশুর হতে পারলে না? তুমি কেন ভালো দাদা হতে পারলে না।’ ছেলেটি তার বাবাকে গালি দিয়ে বলে, ‘বাপ যে কাণ্ড করল, তা নিয়ে কেন কথা বললে না? আমি এই ফ্যামিলিতে জন্ম নিয়েছি, এইটা ভাবতেই ঘিন্না লাগে। তোকে খুন করতে ইচ্ছা করে।’

অনেক লেখার মাঝে আরো আছে,

‘আমাদের মৃত্যুর জন্য ডাইনি দাদি, দাদা, বাবা রাশেদুল কবির দায়ী।… মানুষ কেন বলে, রক্তে কথা বলে? তাই আমি তোমাদের মতো কাউর (কারো) সঙ্গে বেইমানি বা মিথ্যা বলতে চাই না।’

পাশের ঘরের দেয়ালে লেখা_

‘মাথা নিচু করে বাঁচার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কারণ মাথা নিচু করে বাঁচা যে যন্ত্রণার ব্যাপার। আব্বু, তোমরা তো ওই মেয়েকে (স্মৃতি) এ বাসায় আনার চেষ্টা করতেছো। কিন্তু এই মেয়ে আনার আগেই এ বাড়ি থেকে লাশ বের হবে। আব্বু, তোমার মাকে মারলে তোমার খারাপ লাগে, আমার মাকে মারলে আমার খারাপ লাগে না? আব্বু, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি যে, আমার বাবা, দাদা-দাদি ও ফুফুদের মতো কেউ যেন না হয়। আব্বু, আমরা এভাবে বাঁচার চেয়ে মরে যাওয়া ভালো। তাই মরে যাচ্ছি। আমরা জানি যে, তোমরা কত বড় মিথ্যুক। তাই ২০০৮ থেকে যা কিছু হইতেছে এইটা কিন্তু আমাদের মনে আছে।’

ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করে বিকেলে মিটফোর্ড হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাদের লাশ কে গ্রহণ করবে এবং কোথায় দাফন করা হবে, সে ব্যাপারে গতরাত পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

কালের কন্ঠ
—————————————————————

দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহনন

রাজধানীর জুরাইনে মর্মান্তিক ঘটনা
দেয়াল-মেঝেতে নির্যাতনের কাহিনী। ইনসেটে মা ও দুই সন্তান সমকাল

রাজধানীর জুরাইনের আলমবাগে দুই শিশুসন্তানসহ এক মায়ের মর্মান্তিক আত্মহননের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে তাদের লাশ শোবার ঘর থেকে উদ্ধার করা হয়। মৃতদেহের পাশে পড়ে থাকা ঘুমের ওষুধের প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। অভাগিনী মা ও সন্তানদের পরিচয় পাওয়া গেছে। ইত্তেফাকের বিশেষ সংবাদদাতা শফিকুল কবিরের পুত্র রাশেদুল কবিরের স্ত্রী ফারজানা কবির রিতা (৩৭) ও তার দুই শিশুসন্তান পাবন বিন রাশেদ (১৩) ও রাইশা রাশমীন পায়েল (১০)। গত বৃহস্পতিবার রাতে তারা অতিরিক্ত ঘুমের বড়ি সেবন করে ২২৯ জুরাইন আলমবাগের দ্বিতীয়তলার বাসায় একসঙ্গে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ মৃত্যুর পেছনে স্বামী রাশেদুল কবিরের চরম দাম্পত্য কলহ ও দুঃসহ নির্যাতনের ঘটনার আলামত ঘরের দেয়ালে এবং মেঝেতে শিশু দুটির হাতে রঙপেন্সিলে লেখা বিভিন্ন মর্মস্পর্শী বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে।

মৃতের পরিবার ও স্বজনরা জানিয়েছেন, রিতা রাশেদুলের প্রথম স্ত্রী। ১৭ বছর আগে প্রেম করে তাদের বিয়ে হয়। এক বছর আগে স্মৃতি নামে এক মেয়েকে স্ত্রীর কাছ থেকে জোর করে সম্মতি স্বাক্ষর আদায় করেই বিয়ে করেন রাশেদুল। স্মৃতি রিতার চাচাতো বোন। এ বিয়ে নিয়েই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু। তাদের এ পরিণতির জন্য পারিবারিক বিরোধ ও বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়ালে ও কাগজে লিখে রেখে গেছেন রিতা ও তার দুই সন্তান। স্বামীর দ্বিতীয় বিয়েতে রিতার কোনো আপত্তি নেই, একথা লেখা একটি কাগজেও জোর করে তার স্বামী স্বাক্ষর নিয়েছেন, এরকম একটি অভিযোগও দেয়ালে উৎকীর্ণ রয়েছে। ঘুমের ওষুধ ড্রাইভার আলামীনকে দিয়ে আনা হয়েছে বলে পুলিশের ধারণা।

তিনজন মিলে পুরো ঘরের দেয়ালে লিখে গেছে, ‘আমাদের মৃত্যুর জন্য দায়ী রাশেদুল কবির।’ শোবার ঘর, ডাইনিং রুম, ড্রইং রুমের দেয়ালে দেয়ালে রাশেদ ও পায়েলের শিশুমনের যন্ত্রণার কথা ফুটে উঠেছে। পায়েল দেয়ালের এক জায়গায় লিখেছে_ ‘রাশেদুল কবির, আমার মা দুই ছেলেমেয়ের জন্য যতটুকু সহ্য করার করেছে। এখন আর না।’

পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) তওফিক মাহবুব চৌধুরী সমকালকে বলেন, বিষপানে আত্মহত্যা করেনি তারা। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তারা মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

রিতার মা মাজেদা বেগম সমকালকে বলেন, ‘রিতার স্বামী রাশেদুল কবির এক বছর আগে রিতার চাচাতো বোন স্মৃতিকে বিয়ে করে। ওই বাসায় থেকে দীর্ঘদিন পড়াশোনা ও রিতার সন্তানদের দেখাশোনা করে আসছিল স্মৃতি। প্রথম দিকে এ বিয়ের কথা দুই পরিবারের কেউ জানত না। পরে রাশেদ বাসায় অনিয়মিত হয়ে পড়লে দ্বিতীয় বিয়ের কথা জানাজানি হয়। এরপরই রিতার সঙ্গে রাশেদুলের দাম্পত্য কলহ শুরু। এ নিয়ে বিভিন্ন সময় রিতা তার শ্বশুর শফিকুল কবির ও শাশুড়ি নূরবানুর কাছে অভিযোগ করলেও প্রতিকার পায়নি। উল্টো তারা রিতাকে নির্যাতন করতেন। এক পর্যায়ে আমার মেয়ে ও দুই নাতি-নাতনিকে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে দেন রিতার শ্বশুর।’ এ কথা বলার পরই সংজ্ঞাহীন হয়ে পড়েন মাজেদা বেগম। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তিনি বলেন, ‘গত ৬ জুন মেয়ের শ্বশুর-শাশুড়ি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বাড়ি ছেড়ে দিতে তার মেয়েকে রাজি করায়। কিন্তু পাবনের পরীক্ষার জন্য রিতা ৬ মাস সময় চায়।’

এদিকে শফিকুল কবির টেলিফোনে সমকালকে বলেন, ‘প্রায় ১৭ বছর আগে প্রেম করে রিতাকে বিয়ে করে আমার ছেলে। প্রথম দিকে ওই বিয়ের কথা আমি জানতাম না। পরবর্তীকালে একমাত্র সন্তান হিসেবে আমি সবকিছু মেনে নেই। এরপর তারা সুখেই আমার বাড়িতে বসবাস করছিল। কিন্তু এরই ফাঁকে এক বছর আগে রাশেদুল স্মৃতি নামে রিতার এক চাচাতো বোনকে বিয়ে করে। এ বিয়ের কথাও প্রথমে আমি জানতাম না। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে দুই পরিবারের পক্ষ থেকে মীমাংসার চেষ্টা করি।’ শফিকুল বলেন, ‘রাশেদ দ্বিতীয় স্ত্রীকে নিয়ে উত্তরায় থাকত। তবে নিয়মিত রিতা ও দুই সন্তানের যাবতীয় খরচ দিত।’

শফিকুল কবির আরও বলেন, ‘গত ৬ জুন রিতা হঠাৎ করেই উত্তেজিত হয়ে শাশুড়িকে গালাগাল করতে থাকে। একপর্যায়ে দা নিয়ে কোপাতেও আসে। পরে থানা পুলিশের উপিস্থিতিতে বিষয়টি মীমাংসা করে সিদ্ধান্ত হয়, জুন মাসের মধ্যে রিতা তার সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র বাসা নেবে। আমিও গ্রামের বাড়িতে চলে আসি। গতকাল বৃহস্পতিবার সকালে খবর পাই তারা আত্মহত্যা করেছে।’

রিতার বাসার গৃহকর্মী জিন্নাত জানায়, সে বৃহস্পতিবার বিকেলে রান্না করে চলে যায়। শুক্রবার সকালে দরজা বন্ধ পেয়ে প্রতিবেশীদের জানালে তারা ঘরের দরজা ভেঙে একই রুমে তিন জনের লাশ দেখে পুলিশে খবর দেয়।
দেয়ালজুড়ে কষ্টগাথা যে গর্ভধারিণী মা এই পৃথিবীর মায়াময় আলো দেখিয়েছেন তাদের, সে মায়ের সঙ্গেই মৃত্যু, একই বিছানায়। যে ঘরে ঘুমাতেন সেই ঘরের দেয়ালজুড়ে শুধুু কষ্টগাথা, শিশুমনের ক্ষোভের প্রকাশ। পড়ার ঘর, ড্রইং ও ডাইনিং রুমের অবস্থাও একই। সাদা দেয়ালে কাঠপেন্সিল, রঙপেন্সিল এমনকি দোকান থেকে কিনে আনা রঙ ও ব্রাশ দিয়ে লেখাগুলো যারাই দেখছেন অশ্রুসিক্ত হয়ে উঠছে তাদের চোখ। দেয়ালের লেখাগুলো পড়লে মনে হয় কেউ যেন হৃদয়ে একটার পর একটা আঘাত করছে।

পাবন ও পায়েল ধানমণ্ডির মাস্টারমাইন্ড স্কুলে স্ট্যান্ডার্ড সিক্স ও স্ট্যান্ডার্ড ফোর-এর শিক্ষার্থী ছিল।

দেয়ালের একপাশে পাবন লিখেছে, ‘আব্বু তুমি বলছিলা যে, ৫০ বছরেও তুমি স্মৃতিকে বিয়ে করবে। মাকে তুমি এটাও বলছিলা যে, পাবন ও পায়েল তোমার পেটে আসছে বলে ঘৃণা হয়। আসলেই ঘৃণা লাগে যে, তোমার মতন বাবা আমরা পাইছি। আর তুমি তো তোমার কমিটমেন্ট রাখছো। তুমি ৪৪ বছরেই স্মৃতিকে বিয়ে করে দেখাইছো। …তোমার জন্য একটা মেয়ে এত ইমপরট্যান্ট যে, তুমি তোমার ছেলেমেয়ের দিকে একবার তাকাইয়া দেখ নাই। তোমরা সবাই স্বার্থপর যে, তিনটা জীবন নষ্ট করে ফেলছো।’

শোবার ঘরের দেয়ালে বাবা রাশেদুলের উদ্দেশে পাবন লিখেছে, প্রায় একই রকম ক্ষোভ আর ঘৃণার কথা। একটি অংশ এরকম- ‘আব্বু তোমার বাবা তোমার অপরাধ থেকে বাঁচানোর জন্য যা করছে, তাতে আমরা মরে যাচ্ছি। কারণ ৬ মে তোমরা সবাই মিলে যা করছ…আমি তোমাকে ঘৃণা করি।’

আরেকটি লেখা পাশের রুমের মেঝেতে লাল রং দিয়ে বড় বড় হরফে, ‘আমাদের জীবনের কিছু মানুষ আছে। যারা আমাদের জীবন নষ্ট করেছে, তারা হচ্ছে শফিকুল কবির (দাদা), রাশেদুল কবির (বাবা), সুখন কবির (ফুফু) ও নূর বানু কবির (দাদি)।’ লেখার নিচে পায়েলের নাম। ড্রইয়ং রুমের দেয়ালেও লাল রংয়ের পেন্সিলে লেখা অভিযোগ।

আরেক দেয়ালে পায়েল লিখেছে, ‘আমি হয়তো বলতাম যদি আমার চেহারা আর রক্ত বলতে পারতাম। মানুষ যেমন বলে রক্ত কথা বলে, তাই তো আমি তোমাদের মত কারো সাথে বেইমানি বা মিথ্যা বলতে চাইনি। মরতে মরতে একটা আফসোস হচ্ছে যে আমি তোমাদের বংশে জন্মেছি। আর তোদের রক্ত নিয়ে মরতেছি।’

পায়েল আরও লিখেছে, ‘সুখন কবির, তোর আর তোর মেয়ের মেঘনার বাড়ি দরকার তো? বাঁচিয়ে দিয়ে গেলাম। আমাদের দুই ভাইবোনের রক্ত খাইয়ে বড় করে দেখ শান্তি- নাকি। তুই বলেছিস না তুই মরলে তোর মেয়ে বড় হয়ে আমাদের খাওন শিখাবে। তোর বাড়ি দরকার তোকে বাড়ি দিয়ে গেলাম।’

একটি লেখা দাদুকে উদ্দেশ করে লিখেছে পাবন। লেখা হয়েছে, ‘এই দাদু তুমি না সাংবাদিক। নেও তোমার বাসার দেয়ালে পত্রিকা ছাপাই দিলাম। তুমি সবসময় দাদার কথা কও। আম্মু তার বাবাকে দেখে নাই। আম্মুর আদর্শ মানুষ ছিল তার দাদা। তুমি কেন ভাল শ্বশুর হতে পারলে না? তুমি কেন ভাল দাদা হতে পার না? ১৮ বছর আগের কথা নিয়ে তোমরা কেন কথা বলছ। বর্তমানে আমার বাপ যা করছে তা নিয়ে কেন কথা বলস নাই? আমার ভাবতেই ঘৃণা লাগে। তোকে খুন করতে ইচ্ছা করে।’ পাবনের আরেকটি লেখা আবেগময়। লেখা হয়েছে, ‘মাথা নিচু করে বাঁচার চেয়ে মরে যাওয়া অনেক ভাল।’

‘পাবন ও পায়েলের মৃত্যুর জন্য রাশেদুল কবির অবশ্যই দায়ী। ১০ বছর স্মৃতিকে নিয়ে খেলা না করলে জীবনটা এমন হত না। তোমার বাবা মা বোনরা যত কিছুই করুক, তুমি স্মৃতির জন্য যে মিথ্যা বলেছ তা প্রমাণিত।’ এরকম ক্ষোভমিশ্রিত অনেক উক্তিতে এই দুটি হতভাগ্য শিশু দেয়াল ও মেঝে আকীর্ণ করে গেছে মৃত্যুর আগে।

আরেকটি লেখা পাশের রুমের মেঝেতে লাল রং দিয়ে বড় বড় হরফে লিখেছে পায়েল। ‘আমাদের জীবনের কিছু মানুষ আছে। যারা আমাদের জীবন নষ্ট করেছে।’ ড্রয়িং রুমের দেয়ালেও লাল রংয়ের পেন্সিলে লেখা অনেক কথা। বাবা-দাদাসহ স্বজনদের অভিযুক্ত করে শেষে লিখেছে, ‘মাথা নিচু করে বাঁচার চেয়ে মরে যাওয়া অনেক ভাল।’

সমকাল

—————————————————-

অবহেলা ও লাঞ্ছনা সইতে না পেরে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যা

‘আব্বু, আমি আল্লাহ্র কাছে সব সময় দোয়া করি, তোমার মতো বাবা, তোমার বাবার মতো দাদা-দাদু আর তোমার বোনের মতো ফুফু পৃথিবীতে কারো যেন না হয়’…‘আব্বু, আমাদের এভাবে বাঁচার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, তাই মরে যাচ্ছি’…‘আব্বু, তোমার মাকে মারলে তোমার খারাপ লাগে, আমার মাকে মারলে আমার খারাপ লাগে না…।’

রাজধানীর কদমতলীর আলমবাগের ২২৯ নাম্বার বাড়ির দ্বিতীয় তলার বাসার দেয়াল আর মেঝেজুড়ে এসব লেখা। লাল-কালো-নীল রং দিয়ে কাঁপা কাঁপা ছোট্ট হাতের লেখা। আত্মহত্যা করার আগে ছোট্ট দুই শিশু ইশরাত বিন রাশেদ পাবন (১২) এবং রাইসা রাশমিন পায়েল (১১) এমন ক্ষোভের কথা লিখে গেছে দেয়াল আর মেঝেতে। পাবন ও রাইসা মাস্টারমাইন্ড স্কুলের ষষ্ঠ ও চতুর্থ শ্রেণীতে পড়ত।

দুই ভাইবোন পাবন ও পায়েল আরো লিখেছে, ‘আব্বু, তুমি তো বলছিলা, এমন সন্তান আমার দরকার নাই। আমি পবন বলতেছি যে, এমন বাপ আমার দরকার নাই’…‘আমার মা আজমীর শরিফে রোজা রেখে আমার জন্য মানত শোধ করে আর তুমি ঢাকায় বিয়ে কর’…‘আমাদের জীবনে কিছু মানুষ আছে, যারা আমাদের জীবন নষ্ট করেছে; তারা হচ্ছে শফিকুল কবীর, কবিতা কবীর, সুখন কবীর, নূরবানু কবীর’…‘আমাদের মৃত্যুর জন্য রাশেদুল কবীর দায়ী…’।

অসহনীয় যন্ত্রণা সইতে না পেরে দুই সন্তানসহ আত্মহত্যা করেছেন তাদের মা ফারজানা কবীর রিতাও (৩৬)। একদিকে স্বামীর অবহেলা ও নির্যাতন, অন্যদিকে শ্বশুর-শাশুড়ি ও ননদদের লাঞ্ছনা। রিতার ফুটফুটে দুই সন্তান পাবন এবং পায়েলও এই অবহেলা আর লাঞ্ছনার বাইরে ছিল না। অবশেষে এই যন্ত্রণা সইতে না পেরে দুই সন্তান পাবন-পায়েলসহ আত্মহত্যা করেছেন রিতা। শুক্রবার দুপুরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, কদমতলী থানাধীন আলমবাগের ২২৯ নাম্বার বাসার দ্বিতীয় তলায় দুই সন্তান নিয়ে বসবাস করতেন রিতা। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তাদের বাসা থেকে গৃহপরিচারিকা জিন্নাত বেরিয়ে যায়। তারপর রাত পেরিয়ে পরদিন শুক্রবার সকাল ১০টার দিকে আবারো ওই বাসায় যায় গৃহপরিচারিকা জিন্নাত। ঘরে ঢুকেই দেখে, আগের দিন টেবিলে সাজানো সব খাবার তেমনই রয়েছে। পরে সে এগিয়ে যায় শোয়ার ঘরে। সেখানে দুই সন্তানকে পাশে নিয়ে শুয়ে থাকতে দেখে রিতাকে। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে কাছে এগিয়ে যায়। গৃহপরিচারিকা বুঝতে পারে, দুই সন্তানসহ রিতা আর বেঁচে নেই। দৌড়ে সে পাশেই রিতার মামী জামিনা আব্বাসকে খবর দেয়। অন্য আত্মীয়-স্বজনরাও গিয়ে দেখে রিতা এবং তার দুই সন্তান পাবন ও পায়েলের নিথর দেহ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কদমতলী থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছুটে আসেন সিআইডির ফরেনসিক টিম। আলামত সংগ্রহ শেষে পুলিশ গতকাল বিকালে তাদের লাশ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রিতার বড় বোন ফাহমিদা আরিফ মিতা জানান, প্রায় ১৭ বছর আগে রিতা ও রাশেদুল কবীর প্রেম করে পালিয়ে বিয়ে করেন। প্রথমে দুই পরিবারের কেউই এই বিয়ে মেনে নেয়নি। পরে দুই পরিবারের সম্মতিতেই আনুষ্ঠানিকভাবে রিতাকে ঘরে তুলে নেন রাশেদুল কবীরের বাবা শফিকুল কবীর। কিন্তু সেটা ছিল লোক দেখানো। মনে মনে তিনি কিছুতেই রিতাকে মেনে নেননি। এজন্য রিতা কখনোই পুত্রবধূর সম্মান পাননি। ননদরাসহ শ্বশুর-শাশুড়ি তাকে সব সময়ই মানসিক নির্যাতন করতেন।

মিতা আরো জানান, প্রথমদিকে সব সময়ই রিতার পাশে থাকতেন তার স্বামী রাশেদুল হাসান। এরই মধ্যে তাদের ঘরে এক পুত্রসন্তান আসে। এক বছর পর ঘর আলো করে আসে একটি কন্যাসন্তান। নাতি-নাতনিকেও সহজভাবে মেনে নেননি দাদা-দাদী-ফুফুরা। এ সময় রিতা তার সন্তানসহ সংসার সামলানোর জন্য মামাতো বোন রাজিয়া সুলতানা স্মৃতিকে তার বাসায় নিয়ে আসেন। সেখানে তাকে লেখাপড়া করানো হয়। প্রায় ১২ বছর স্মৃতি এই বাসায় থেকে লেখাপড়া করে। এ সময় স্মৃতির সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে রাশেদুল কবীরের। বিষয়টি টের পেয়ে স্মৃতিকে তাদের বাসায় পাঠিয়ে দেন রিতা। তারপরও রাশেদুলের সঙ্গে স্মৃতির সম্পর্ক ছিন্ন হয়নি।

পারিবারিক সূত্র জানায়, স্মৃতির সঙ্গে সম্পর্ক হওয়ার পর থেকেই রাশেদুলও রিতা এবং তার দুই সন্তানের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। এক পর্যায়ে ২০০৮ সালের আগস্ট মাসে রিতা এবং তার দুই সন্তান পারিবারিক সফরে ভারতের আজমীর শরিফে বেড়াতে যান। এ সময় কাজের অজুহাতে রাশেদুল ঢাকায় থেকে যান। স্ত্রী-সন্তানদের অনুপস্থিতিতে তিনি ২০০৮ সালের ৮ আগস্ট গোপনে স্মৃতিকে বিয়ে করেন। এর দেড় বছর পর গত রমজানের সময় বিষয়টি জানাজানি হয়। এ সময় রাশেদের সঙ্গে রিতার দাম্পত্য কলহ আরো বেড়ে যায়। রাশেদুলের পক্ষে অবস্থান নেন তার বাবা-মা-বোনরা। এক পর্যায়ে ৬ মাস ধরে রাশেদুল স্মৃতিকে নিয়ে ধানম-ি ও উত্তরায় বসবাস শুরু করেন।

এদিকে রাশেদুলের অনুপস্থিতিতে দুই সন্তান পাবন ও পায়েলসহ রিতার ওপর তার শ্বশুর শফিকুল কবীর, শাশুড়ি নূরবানু, ননদ কবিতা কবীর ও সুখন কবীর আরো বেশি মানসিক নির্যাতন করতে থাকেন বলে অভিযোগ করা হয়। গত মাসে তারা রিতা এবং তার দুই সন্তানকে বাসা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে বলেন। এ পর্যায়ে জীবনের প্রতি চরম ঘৃণা থেকে দুই সন্তানসহ আত্মহননের পথ বেছে নেন রিতা।

বাবার নতুন বিয়ে প্রসঙ্গে শিশু পাবন দেয়ালে লিখেছে, ‘আব্বু, তোমরা তো ওই মেয়েকে এই বাসায় আনার চিন্তা করছো, কিন্তু ওই মেয়ে আসার আগে এই বাড়ি থেকে আমাদের লাশ বের হবে।’ ফুফুদের প্রসঙ্গে শিশু পায়েলে লিখেছে, ‘বড় ফুফু বলছে, চার বছর পর কথা বলবে, যদি বাঁইচা থাকি। তোমরা তো চাইছো, আমরা মরি। তোমাদের বড় সুখ পূরণ করলাম।’ পাবন লিখেছে, ‘আব্বু, আম্মুর মরণও তোমাকে ফিরাতে পারে নাই, আমার মরণও তোমাকে ফিরাতে পারে নাই।’ পায়েল লিখেছে, ‘আব্বু, তুমি সেইদিন দাদার পাশে বাসে বলছিলা (এমন সন্তান আমার দরকার নাই), কিন্তু দাদা কি একবারও তোমাকে বলেছে যে, তুই যদি এইটা না করতি তাহলে তো…।’ পায়েল লিখেছে, ‘মাথা নিচু করে বাঁচার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কারণ, মাথা নিচু করে বাঁচা যেই যন্ত্রণার ব্যাপার, কিন্তু তাও আফসোস যে, আমাদের লজ্জা-শরম আগে থেকে নেই। কিন্তু তাও বললাম যে, দেখ, মাথা নিচু করে বাচা কি একটা যন্ত্রণার জিনিস। আমি জানি, এইসব বলে কোনো লাভ নেই, তাও বললাম।’ বাবাকে নিয়ে পায়েল লিখেছে, ‘আমার বাবা যদি আরেকটা বিয়ে না করত, তাহলে আমাদের জীবন এই রকম হতো না।’ দাদুকে উদ্দেশ করে পাবন লিখেছে, ‘তুমি কতবার আম্মুকে বকেছ, কিন্তু তোমার ছেলে রাশেদুল কবীরকে কি বকেছো। তোমার ছেলে দ্বিতীয় বিয়ে করেছে, তখন তুমি কী দায়িত্ব পালন করেছ। বারবার যে আমার মায়ের দিকে হাত উঠিয়েছিলা।’

পুলিশের ওয়ারী জোনের উপ-কমিশনার তওফিক মাহবুব চৌধুরী জানান, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মা এবং দুই সন্তান মিলে একসঙ্গে আত্মহত্যা করার সিদ্ধান্তটি নিয়েছিল। এর আগে দুই সন্তান তাদের যত যন্ত্রণা ও ক্ষোভ ছিল, তা দেয়ালে লিখে গেছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, তারা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। পায়েলের হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে আল-আমীন নামে তাদের এক ড্রাইভারকে দিয়ে ওষুধ আনিয়েছে বলে লেখা রয়েছে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুবুর রহমান জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রিতার শ্বশুর-শাশুড়ি-ননদদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এদিকে গতকাল ঘটনার পর থেকেই ওই বাসায় রিতার শ্বশুর শফিকুল কবীর, শাশুড়ি নূরবানু, ননদ কবিতা কবীর ও সুখন কবীরসহ কাউকে পাওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, ঘটনা জানার পর থেকেই তারা সবাই গা-ঢাকা দিয়েছেন। তাদের মোবাইল ফোনও বন্ধ রাখা হয়েছে।

যায় যায় দিন

[ad#co-1]

Leave a Reply