অভিযোগ করতে থানায় গিয়ে মা-মেয়ে ১৮ ঘণ্টা আটক

মুন্সীগঞ্জে পুলিশ কর্মকর্তার সামনে মারধর
পুলিশ কর্মকর্তার সামনে মারধরের ঘটনায় অভিযোগ করতে থানায় গিয়ে মা ও মেয়েকে পুলিশ ১৮ ঘণ্টা আটকে রাখে। এরপর মুচলেকা রেখে শুক্রবার বেলা একটায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার সৌদি প্রবাসী বাদল ভঁূইয়ার স্ত্রী আলো আক্তার ও শাশুড়ি ছবিরন বৃহস্পতিবার প্রতিপক্ষের হামলায় আহত হয়ে থানায় অভিযোগ করতে গিয়ে এমন ভোগান্তির শিকার হন। এলাকার প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন ও বাছিরন জানান, উত্তর ইসলামপুরে জোর করে বাদল ভূঁইয়ার ঘরবাড়ি ভেঙে রাস্তা নেওয়ার বিরোধকে কেন্দ্র করে অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ ফেরদৌস এলাকায় তদন্তে এলে তাঁর উপস্থিতিতেই অভিযোগকারী ও এলাকার প্রভাবশালী সামসুজ্জামান চুন্নু ওরফে ছুনু, বাবু ও মিতু দলবল নিয়ে বৃহস্পতিবার আলো আক্তার ও তাঁর লোকজনের ওপর হামলা করে। এতে জাহানারা বেগম, মিশু আক্তার, আলো আক্তার, ছবিরন, হৃদয় ও সাহাবুদ্দিন আহত হন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করতেও বাধা দেয় প্রতিপক্ষ। পরে আলো আক্তার ও ছবিরন সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাঁদের থানায় আটকে রাখে। পরদিন শুক্রবার বেলা ১টায় জোর করে তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।

ভুক্তভোগী আলো আক্তার বলেন, ‘আমরা হামলার শিকার হয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ আমাদের বসিয়ে রাখে। কিছুক্ষণ পর ছুনু মিয়ার লোকজন এসে পুলিশকে আমাদের লকাপে ঢোকানোর জন্য তাগিদ ও হুমকি দেয়। থানার ওসি শুক্রবার বেলা একটার দিকে আওয়ামী লীগের এক নেতাকে সঙ্গে নিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর রেখে আমাদের ছেড়ে দেয়।’

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। তবে সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, ‘থানায় ছুনু মিয়ার সঙ্গে আপস হওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।’

[ad#co-1]

Leave a Reply