মুন্সীগঞ্জে বোমা হামলায় আহত ১০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের আধারা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাত ৯টায় বোমা হামলায় ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত হান্নান (২২) নামের একজনকে রাত সোয়া ১১টায় আশঙ্কাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পারভেজ-১ ও পারভেজ-২ নামে আরো দুইজনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় ওই এলাকার সবুজের দোকান ভাংচুর করে মালামাল নিয়ে গেছে হামলাকারীরা। এলাকাবাসী সূত্রে জানা যায়, বিএনপি নেতা আধারা ইউপি চেয়ারম্যান রহম আলী মোল্লার নেতৃত্বে চরকেওয়ার, গুহেরকান্দি ও বাংলাবাজারের কিছু লোকজন রাতে জড়ো হয়। প্রবাসী আমির হোসেন রাত ৯টায় আধারা গ্রামে মাদ্রাসায় গেলে রহম আলীর লোক বাবুল গংরা তার উপর হামলা চালায়। এ সময় আমির হোসেনের আর্তচিৎকারে গ্রামের লোকজন ছুটে আসে। তখন বাবুল গংরা নিজেদের বাঁচাতে গ্রামবাসীর ওপর বোমা নিক্ষেপ করলে ১০ জন আহত হয়। আহতদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হান্নান পারভেজ-১ ও পারভেজ-২ এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার সময় বাবুল গংরা আধারা এলাকার সবুজের দোকান ভাংচুর করে মালামাল লুটে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এ বিষয়ে কোন মামলা হয়নি।

[ad#co-1]

Leave a Reply