স্পিকারের আসনে প্রথম নারী

নবম জাতীয় সংসদে এই প্রথম স্পিকারের আসনে একজন নারী বসলেন। সংসদের চলতি বাজেট অধিবেশনের ১১তম কার্যদিবসে আজ বুধবার বিকেল ৫টা ৩৯ মিনিটে সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে সানজিদা খানম ওই আসনে বসেন। সূত্র: শীর্ষ নিউজ

এর আগে স্পিকার আব্দুল হামিদ এডভোকেটের অনুপস্থিতিতে আজ বিকেল ৪টা ১০ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। পরে আসরের নামাজের বিরতির পর ডেপুটি স্পিকারও অধিবেশন কক্ষে না আসায় সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে সানজিদা খানমই স্পিকারে দায়িত্ব পালন করেন।

এ সময় তিনি তার পরিহিত শাড়ির উপর অফ-হোয়াইট রংয়ের ব্লেজার পরে ওই আসনে বসেন। পরে তার সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশগ্রহণকারীরা তাকে স্বাগত জানান। প্রসঙ্গত, সানজিদা খানম ঢাকা-৪ আসনে থেকে নির্বাচিত সংসদ সদস্য। এদিকে- জাতীয় সংসদের ইতিহাসেই স্পিকারের আসনে নারী বসার ঘটনা আর নেই বলে একাধিক সূত্র জানিয়েছে।

প্রথম স্পিকারের আসনে একজন নারী বসলেন। সংসদের চলতি বাজেট অধিবেশনের ১১তম কার্যদিবসে আজ বুধবার বিকেল ৫টা ৩৯ মিনিটে সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে সানজিদা খানম ওই আসনে বসেন। এর আগে স্পিকার আব্দুল হামিদ এডভোকেটের অনুপস্থিতিতে আজ বিকেল ৪টা ১০ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। পরে আসরের নামাজের বিরতির পর ডেপুটি স্পিকারও অধিবেশন কক্ষে না আসায় সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে সানজিদা খানমই স্পিকারে দায়িত্ব পালন করেন।

এ সময় তিনি তার পরিহিত শাড়ির উপর অফ-হোয়াইট রংয়ের ব্লেজার পরে ওই আসনে বসেন। পরে তার সভাপতিত্বে বাজেট আলোচনায় অংশগ্রহণকারীরা তাকে স্বাগত জানান। প্রসঙ্গত, সানজিদা খানম ঢাকা-৪ আসনে থেকে নির্বাচিত সংসদ সদস্য। এদিকে- জাতীয় সংসদের ইতিহাসেই স্পিকারের আসনে নারী বসার ঘটনা আর নেই বলে একাধিক সূত্র জানিয়েছে।

[ad#co-1]

Leave a Reply