হোক না শুরু নতুন করে

তাহসান ও মিথিলা। একজন গানের মানুষ। অন্যজন নাটকের। তবে দুজনই দুজনের আঙিনায় পা ফেলেছেন। উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। দেশে ফিরেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আবার। লিখেছেন রবিউল ইসলাম জীবন, ছবি তুলেছেন কাকলী প্রধান

নিজের ছবি তোলার অনেক শখ মিথিলার। তাহসান সঙ্গে থাকলে তাঁর ঘাড়েই চাপে মিথিলার ছবি তোলার গুরুদায়িত্ব। কাজটা বেশ উপভোগই করেন তাহসান। মাঝেমধ্যে মিথিলাও তাহসানের ছবি তুলে দেন। কে ভালো ছবি তোলেন, এ নিয়ে এক ধরনের প্রতিযোগিতাও হয় তাঁদের। মিথিলার অভিযোগ, তাহসান ভালো ছবি তুলতে জানেন না। তাহসান বলেন, ‘আমি নাকি পৃথিবীর সবচেয়ে বোকা ফটোগ্রাফার। যতই ছবি তুলি না কেন মিথিলার মন ভরে না।’ এবার বোধ হয় বউয়ের অভিযোগ থেকে মুক্তি পাবেন তাহসান। যুক্তরাষ্ট্র থেকে ফেরার সময় একটা ক্যামেরা নিয়ে এসেছেন। এখন থেকে আঠারো মেগাপিক্সেলের এই এইচডিএসএলআর ক্যামেরাতেই স্ত্রীর ছবি তুলবেন তাহসান। এ ক্যামেরায় অনেক ভালো ছবি ওঠে। ফলে ফটোগ্রাফার তাহসানেরও উন্নতি হবে বলে বিশ্বাস মিথিলার। ক্যামেরাটি কেনার জন্য সঙ্গে থাকা শখের গিটারটিও বেচতে হয়েছেন তাহসানকে। নতুন একটা পরিকল্পনা এসেছে তাহসানের মাথায়। ক্যামেরাটি দিয়ে নিজের গানের ভিডিও নির্মাণ করবেন। জানালেনও সেই কথা, ‘এই ক্যামেরায় মুভি তৈরি করা যায়। তাই আমিও ভাবছি সুযোগটা কাজে লাগানোর। আমার কিছু গানের ভিডিও নির্মাণ করব। কাজও শুরু করব অচিরেই।’

তাহসান যুক্তরাষ্ট্রে ছিলেন দুই বছর। মিথিলা গিয়েছিলেন এক বছর বাদে। দুজনই সেখানে পড়াশোনা করেছেন। তাহসান জানান, ‘এ সময়টায় গান খুব মিস করেছি। বিশেষ করে নতুন গান রেকর্ডিং করা। সেখানে বসেও বেশ কিছু গান তৈরি করেছি। আসছে অ্যালবামেই এগুলো প্রকাশ করব।’ মিথিলা বলেন, ‘পড়াশোনার জন্যই আমরা সেখানে গিয়েছি। সব মিলিয়ে ভালোই কেটেছে। তবে নিজের দেশটাকে খুব মিস করেছি।’ মিথিলার কথা শেষ না হতেই তাহসান বললেন, ‘ওখানে গিয়ে একটা বিষয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে।’ সেটা কী? ‘ও যে কত ভালো রান্না করতে জানে, ওখানে না গেলে টেরই পেতাম না। ওয়াল আই, ক্যাটফিশ ও স্যামন_এ মাছগুলো বেশ ভালো করেই রান্না করে খাইয়েছে। আশা করছি, এখন থেকে নিয়মিতই তার হাতের রান্না খেতে পারব।’ খাওয়ার কথা বলতে গিয়ে তাহসানের একটি গোপন কথা ফাঁস করে দিলেন মিথিলা। ছোটবেলা থেকেই তাহসানের আম খুব পছন্দ। গত দুই বছর সে সুযোগটা ছিল না। তার পরও থেমে থাকেননি। যুক্তরাষ্ট্রে এক ধরনের মেক্সিকান আম পাওয়া যায়। দুই ডলারের বিনিময়ে মেলে মাত্র একটা। তাও আবার টক। সেই টক আম দিয়েই চাহিদা পূরণ করেছেন। দেশে ফিরে তা পুষিয়ে নিচ্ছেন। এখন প্রতিদিনই ইচ্ছামতো আম খাচ্ছেন এই গায়ক।

গত বছর নভেম্বরে মিনিয়াপোলিসের একটি অনুষ্ঠানে গান করতে এসেছিলেন ব্রায়ান অ্যাডামস। তীব্র শীত উপেক্ষা করেই ওই অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। গান শেষ হতেই দুজনে চলে যান ব্রায়ান অ্যাডামসের গাড়ির কাছে। অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন। কিন্তু ফল হয়নি। সবাইকে ফাঁকি দিয়ে অন্য গাড়িতে করে চলে যান ব্রায়ান অ্যাডামস। মিথিলা বললেন, ‘অটোগ্রাফ দেওয়ার চেয়ে নেওয়াটা মনে হয় বেশি আনন্দের। অটোগ্রাফ না নিতে পারলেও ভীষণ মজা পেয়েছি।’

গত বছর মুক্তি পাওয়া ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’ ছবিতে নিজের কথায় ‘অগোচরে’ শিরোনামে একটি গান গেয়েছিলেন মিথিলা। সুর ও সংগীত পরিচালনা করেছিলেন তাহসান। গানটি বেশ প্রশংসিত হয় শ্রোতামহলে। তারপর আর কোনো নতুন গান বের হয়নি দুজনের। মিথিলাকে শেষ দেখা গেছে আরিফ খানের ‘জলকণা’ ও ‘হাউজফুল’ নাটকে। দেশে ফিরেই নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এ দম্পতি। তাহসান তো যুক্তরাষ্ট্রে বসেই নতুন অ্যালবামের জন্য কিছু গানের সুর করে ফেলেছেন। এখন অন্যান্য কাজ এগিয়ে নিচ্ছেন। আগামী ঈদেই এটি প্রকাশ করবেন। মিনারের দ্বিতীয় একক অ্যালবামের কাজও ধরবেন। পাশাপাশি এ বছরই একটি মিক্সড অ্যালবাম প্রকাশের ইচ্ছা তাহসানের। মিথিলার দাবি, তাহসান অনেক পরিকল্পনা করে এসেছেন। তিনি সেভাবে কোনো পরিকল্পনা করেননি। তবে বেশ কিছু নাটকে অভিনয়ের কথা চলছে। এগুলোর মধ্যে ঈদের নাটকও রয়েছে। সামনেই এসব নাটকে দর্শক দেখতে পাবেন মিথিলাকে। তবে শ্রোতাদের কোনো সুখবর দিলেন না। বললেন, আপাতত গানের কোনো পরিকল্পনা নেই। এই সময়টায় আর সবার মতো বিশ্বকাপ ফুটবল নিয়েই মেতে উঠতে চান তাঁরা।

ছোটবেলা থেকে ব্রাজিল দলের সমর্থক তাহসান। তবে সেই সমর্থনে এবার ভাটা পড়েছে। মিনেসোটা ইউনিভার্সিটিতে মার্টিন নামে উরুগুয়ের এক বন্ধু ছিলেন তাহসানের। ফেরার সময় মার্টিন তাহসানকে নিজ দেশের একটি জার্সিও উপহার দিয়েছেন। সেই থেকে উরুগুয়েরও সমর্থক বনে গেছেন এই গায়ক। অন্যদিকে ছোটবেলা থেকেই আর্জেন্টিনার খেলা পছন্দ করেন মিথিলা। বললেন, ‘আমার ভাইবোন সবাই আর্জেন্টিনার ভক্ত। সারাদিন সবাই মেসি মেসি করে। আমার কাছেও মেসির খেলা দারুণ লাগে।’ তাহসান জানান, আরো কিছু দিন সেখানে থাকার কথা ছিল। দেশের মানুষের সঙ্গে খেলা দেখার আনন্দ ভাগাভাগি করতেই চলে এসেছেন। মিথিলা বলেন, ‘যদি কখনো আর্জেন্টিনা যাই, তবে বলে আসব বাংলাদেশে তাদের এত এত সমর্থক। তাহসান আফসোস করেন, ‘ইস! বাংলাদেশ যদি বিশ্বকাপ ফুটবলে খেলার সুযোগ পেত। তাহলে তো এখন প্রতিটি বাড়িতেই লাল-সবুজের পতাকা উড়ত। দেখতে দারুণ লাগত।’

[ad#co-1]

Leave a Reply